Trending
সকাল থেকে শুরু হয়ে গেল রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন। কোচবিহার দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবায় নির্বাচন এখনো পর্যন্ত মোটামুটি ভাবে শান্তিপূর্ণ রয়েছে।
তবে দু’একটি জায়গায় অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব।
দিনহাটা উচ্চ বিদ্যালয়ে সকাল সকাল ভোট দিতে আসেন বিজেপি প্রার্থী অশোক মন্ডল। অভিযোগ তুললেন তৃণমূলের দিকে।
অন্যদিকে বিজেপির তোলা অভিযোগকে জায়গায় দাঁড়িয়ে নস্যাৎ করেছেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি জাকারিয়া হোসেন
সকাল নটা পর্যন্ত দিনহাটা কেন্দ্রে প্রাথমিক ভোটদানের হার ছিলো ১১ শতাংশের কাছাকাছি। তবে ইভিএমের কাছে জানলা খোলা নিয়ে অভিযোগ তুলেছিল বিজেপি।
অন্যদিকে নদিয়ার শান্তিপুরে এবার পরিবর্তন আনতে বদ্ধপরিকর তৃণমূল। শান্তিপুর বরাবরই রাজ্যের শাসন করেন যিনি তার বিরোধী প্রার্থীকে ভোটে জেতায়। শান্তিপুরের এই মিথ ভাঙতে মরিয়া তৃণমূল। সকাল-সকাল শান্তিপুরের বুথে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর গলায় ধরা পড়ল সেই আত্মবিশ্বাস।
তবে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে শান্তিপুরের সরব হলেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস।
উত্তর ২৪ পরগনা জেলায় খড়দহ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সকাল থেকে ঘুরে বেড়ালেন বুথে বুথে। জেতার ব্যাপারে একশো শতাংশ আত্মবিশ্বাসী হয়ে বিজনেস প্রাইম নিউজকে দিলেন একান্ত সাক্ষাৎকার।
যদিও খড়দহের বিভিন্ন বুথের বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত করছেন বলে একগুচ্ছ অভিযোগ করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা।
তবে মাস্ক না পরে বুথে ঢোকায় বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী জয় সাহাকে। তবে যথারীতি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ করলেন তৃণমূল নেতা সায়ন মজুমদার।
দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবায় এখনো পর্যন্ত নির্বাচন মোটের উপর রয়েছে শান্তিপূর্ণ। সকাল সকাল ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে আসেন জয়ন্ত নস্করের স্ত্রী অনিতা নস্কর সপরিবারে। তবে এই কেন্দ্রেও একইরকম ভাবে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী পলাশ রানা।
অন্যদিকে এই কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ের বিষয় আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল।
দু-একটি বিক্ষিপ্ত বচসা ছাড়া মোটের উপর রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন রয়েছে শান্তিপূর্ণ। কমিশনে অনেক অভিযোগ জমা পড়লেও অল্পবিস্তর সব রাজনৈতিক দলই অভিযোগ তুলেছে কমিশনের বিরুদ্ধে।
দেবাশীষ বিশ্বাস, রনি চ্যাটার্জী, অঙ্কিত মুখার্জী এবং দীপান্বিতা দাস
দিনহাটা, শান্তিপুর, খড়দহ, গোসাবা