Prime
Daily
ভবানীপুরে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর
By sanchitabpn21 | September 4, 2021
Daily
পরিসমাপ্তি জল্পনার। আসছে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুরে। তারিখ বেঁধে দিল নির্বাচন কমিশন।
এছাড়া উপনির্বাচন হবে উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায়। তবে ভবানীপুরের দিকেই মানুষের নজর বেশি। কারণ এই কেন্দ্রের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। গত ২১ মে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তারপরেই চূড়ান্ত হয় এই আসন থেকে প্রার্থী হয়ে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি অবশ্য অতিমারির মধ্যে উপনির্বাচন চায়নি। কিন্তু শাসক দল প্রথম থেকেই উপনির্বাচনের পক্ষে কথা বলে এসেছে। এমনকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তাদের কাছেও বাংলা ভোট নির্বাচনী আধিকারিকরা প্রস্তুত বলেই জানিয়েছেন।
ব্যুরো রিপোর্ট