Daily

দুয়ারে বিপদ। বিপদের দামামা বাজছে। বিশ্বজোড়া গ্লোবাল ওয়ার্মিং-এর শিকার উপকূলবর্তী শহরগুলো। এই মুহুর্তেই প্ল্যানমাফিক পদক্ষেপ না নিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়সড় বিপর্যয় দেখতে হবে বিশ্ববাসীকে। করণীয় কিছু থাকবে না।
কোন কোন শহর রয়েছে এই তালিকায়? তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর। বিশ্বের সবচেয়ে নিচু শহর আমস্টারডাম। বিশ্ব উষ্ণায়নের সামাল দেওয়া না গেলে জলের তলায় চলে যাবে এই শহর। দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বসরা শহর। রয়েছে আমেরিকার নিউ ওরলিয়ান্স, সা ভান্না ইতালির ভেনিস, ভিয়েতনামের হো চি মিন, থাইল্যান্ডের ব্যাংক শহর। বাদ যায়নি আমাদের দেশের প্রাণের প্রিয় কলকাতা শহরও।
বিপর্যয় রুখতে এখনই নড়েচড়ে বসা উচিত। এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে টাইমআউট ডট কম বলে একটি ওয়েবসাইটে।
ব্যুরো রিপোর্ট