Trending
চার মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য মঙ্গলবার থেকে খুলে গেল হাজারদুয়ারির দরজা। একইসঙ্গে আবারও ঘুরতে শুরু করল হাজার হাজার ব্যবসায়ীর ভাগ্যের চাকা। অতিমারির জোড়ালো কামড়ে হাজারদুয়ারি বন্ধ হয়ে যাওয়ার পরেই ব্যপক ক্ষতির সম্মুখীন হয় মুর্শিদাবাদের পর্যটন শিল্প। আশঙ্কার মেঘ ঘনিয়ে আসে গাইড সহ সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের। ফের দরজা খুলে যাওয়ায় হাসি ফুটেছে তাঁদের মুখে।
মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হল ঘোড়ার গাড়ি। বহু পর্যটক এই ঘোড়ার গাড়িতে চেপেই নবাবী ইতিহাসের সাক্ষী থাকেন। এদিকে মুর্শিদাবাদ মানেই হাজারদুয়ারি মাস্ট। কিন্তু পর্যটনশিল্প বন্ধ থাকার কারণে ঘোড়ার গাড়ি চালকদেরও আর্থিকভাবে চরম ক্ষতির মুখোমুখি হতে হয়। তবে হাজারদুয়ারি খুলে যাওয়ায় আবারও ছন্দে ফিরছেন তাঁরা। স্বস্তির বার্তা তাঁদের গলাতেও।
পর্যটকদের জন্য হাজারদুয়ারি খোলা থাকবে সকাল সাড়ে নটা থেকে বিকেল ৫টা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে একমাত্র অনলাইনেই। প্রথম দিনেই ৩ হাজার পর্যটকের পা পড়েছে হাজারদুয়ারিতে। যা রীতিমত ভরসা যোগাচ্ছে পর্যটনের সঙ্গে যুক্ত সকল ব্যবসায়ীদের মনে। এখন তাঁরা আশা করছেন, ছন্দে ফিরতে শুরু করায় ক্রমশই ভিড় বাড়বে পর্যটকদের। আর যত বাড়বে ভিড়, ততই চওড়া হবে ব্যবসায়ীদের হাসি।
কুশল শরিফ, মুর্শিদাবাদ