Market

অতিমারি পরবর্তী সময়ে ভারতে ব্যবসার চাকা যে আবারো ঘুরতে শুরু করেছে তা স্বীকার করে নিচ্ছেন বাণিজ্যিক মহলের অনেক বিশেষজ্ঞরাই। সেই প্রমাণ পাওয়া গেল অ্যাপল, কোকাকোলার মত ব্যবসায়িক সংস্থাগুলি যখন জানালো, অতিমারির ধাক্কা সামলে আবারো চাঙ্গা হচ্ছে তাদের ব্যবসা।
সূত্রের খবর, অ্যাপল, ইউনিলিভার, কোকা-কোলা, পেপসি, ভিসা বা হার্শের মত সংস্থাগুলির আর্থিক ভিত আবারো মজবুত হতে শুরু করে দিয়েছে। আর যে কারণে অতিমারির ধাক্কা সামলে নিয়েও আবার মাথা তুলে দাঁড়াতে পারছে এই সকল সংস্থাগুলি। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই সকল সংস্থাগুলির ব্যবসায়িক উত্থান যথেষ্ট আশা জুগিয়েছে দেশীয় বাজারে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইফোনের চাহিদা ক্রমশই বাড়তে শুরু করেছে। আর যে কারণে অ্যাপলের বিক্রি ভারতের বাজারে যথেষ্ট আশার আলো দেখিয়েছে। এছাড়া করোনা পরবর্তী সময়ে ভারতে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের চাহিদাও বেড়েছে অনেকটাই। ফলে ভিসার মত প্ল্যাটফর্মের ব্যবহারও হচ্ছে দারুণভাবে। অতিমারির ধাক্কায় যখন বিক্রিবাটা যখন নিচের দিকে পরতে শুরু করে, তখন এপ্রিল থেকে জুনের মধ্যে সংস্থাগুলির আয় একেবারে তলানিতে এসে ঠেকে। স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে বড়সড় হোঁচট খায় এই সকল সংস্থাগুলি। বর্তমানে আবারো অর্থনীতির চাকা ঘুরতে শুরু করায় এবং মানুষের চাহিদা আবারো বাড়তে থাকায় কিছুটা স্বস্তিতে ব্যবসায়ী মহল।
ব্যুরো রিপোর্ট