Trending
বি পি এন ডেস্ক: ৪৮০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে রেল। নেওয়া হবে উত্তর এবং মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে।
কোন কোন ট্রেডে নিয়োগ করা হবেঃ
ফিটার, মেকানিক (ডিজেল), কার্পেন্টার, ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক), এবং ইলেক্ট্রিশিয়ান পদে।
কারা আবেদন করবেনঃ
কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে নিয়োগকারীকে। তবে তপশিলী ও প্রতিবন্ধীদের বেলায় পাশ করলেই হবে। করতে হবে এন.সি.ভি.টি’র অনুমোদিত আই.টি.আই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স।
বয়সঃ
অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য নিয়োগকারীর বয়স ১৭.০৩.২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা পাবেন ৫ বছরের ছাড়, ওবিসিরা পাবেন ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা ছাড় পাবেন বয়স অনুযায়ী।
বাছাই পদ্ধতিঃ
মাধ্যমিকের নম্বর সহ আই.টি.আই কোর্স পাশের সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে অন্যান্য প্রমাণপত্র। প্রাথমিকভাবে বাছাই হয়ে গেলে প্রার্থীদের ডাকা হবে শারীরিক পরীক্ষার জন্য। কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টার্ভিউ হবে না।
আবেদন করবেন যে সাইটেঃ
অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জানান www.ncr.indianrailway.gov.in ‘এ। আবেদনকারীর কাছে থাকতে হবে একটি বৈধ ইমেল আইডি।
কিভাবে আবেদন করবেনঃ
আবেদন জানানোর শেষ তারিখ ১৬ এপ্রিল। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, ই.ডবলু.এস সার্টিফিকেট স্ক্যান করে নিন। পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সই জেপেগ ফরম্যাটে স্ক্যান করতে হবে। পরীক্ষা ফী বাবদ জমা দিতে হবে ১৭০ টাকা। তপশিলী, প্রতিবন্ধী এবং মহিলাদের ক্ষেত্রে কোন ফী লাগবে না। দরখাস্তের পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নেবেন। বিস্তারিত তথ্য জানার জন্য নজর রাখুন ওয়েবসাইটে।