Story

নিজের পায়ে দাঁড়ানোর জন্য শুধু চাকরির উপর ভরসা করবেন কেন? আসুন। শুরু করা যাক নিজের ব্যবসা। যে ব্যবসা আপনাকে স্বনির্ভর করবে। আপনাকে দেখাবে উপার্জনের সঠিক দিশা। কিন্তু কি জানেন তো? ব্যবসা তো আর বললেই শুরু করা যায় না। কোন ব্যবসা করলে আখেরে আপনার পরিশ্রম এবং পুঁজি জলাঞ্জলি দিতে হবে না। সেদিকেও খেয়াল রাখা জরুরি। তাই আজ আপনাদের বেশি না। তিনটে খুব গুরুত্বপূর্ণ বিজনেস আইডিয়া আমরা শেয়ার করব।
বর্তমানে ভারতে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে স্টার্ট আপ ব্যবসার রমরমা। তাই বুদ্ধি খাটিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনিও যদি শুরু করতে পারেন, তাহলে ক্ষতির মুখোমুখি আপনাকে হয়ত দাঁড়াতে হবে না। তাই আসুন বন্ধুরা আজ আমরা শেয়ার করি তিনটে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে। আর প্রতিবেদন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। তাহলে আসুন শুরু করা যাক এই প্রতিবেদন।
১। যোগা সেন্টারঃ
করোনা ভাইরাস আসার অনেক আগে থেকেই ভারতের এই প্রাচীন অভ্যাসটি গোটা বিশ্বেই বেশ ভালোভাবে ছড়িয়ে পড়ে। শরীর, মন ভালো রাখার জন্য যোগ ব্যায়ামের গুরুত্ব কতটা, সেটা আমরা জানি। আর অতিমারির চক্করে পড়ে এখন প্রতিটা মানুষ তার শরীর, মন ভালো রাখার জন্য যোগ ব্যায়াম চর্চা করছেন গোটা পৃথিবীতে। তাই যদি আপনি নিজে যোগ ব্যায়াম চর্চা ভালোবাসেন তাহলে অনায়াসেই শুরু করতে পারেন যোগা সেন্টার। ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারলে আশা করছি ঠকবেন না।
২। ট্র্যাভেল এজেন্সিঃ
বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে। বিশ্বের যে প্রান্তেই যান না কেন একটা, দুটো বাঙালি পাওয়া যাবেই। তাই কোন বাঙালিকে যদি ঘুরিয়ে আনার কথার বলেন তাহলে সে এক পায়ে খাড়া। তাই ট্র্যাভেল এজেন্সির ব্যবসা যদি খুলতে পারেন এবং ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আপনার এই ব্যবসাও কিন্তু হিট।
৩। চকোলেট কাফেঃ
বাঙালির আরেকটা পরিচয় বাঙালি খেতে ভালোবাসে। চপ থেকে কফি। বাঙালির জিভে জল এনে দেয় সবই। আর বাঙালির চকোলেট প্রীতির কথা সবাই জানে। তাই বাঙালির সিসিডি প্রেমকে একটু বদলে দেওয়ার চেষ্টা করতেই পারেন। বাঙালির হাতে তুলে দিতেই পারেন হরেক কিসিমের চকোলেট রেসিপি। অবশ্য সেখানেও মার্কেটিং একটা বড় বিষয়। মানে আপনাকে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। তাহলেই জিতে নিতে পারবেন বাঙালির মন।
শুধু এই তিনটে ব্যবসাই নয়। এমন অনেক ব্যবসা রয়েছে। যা আপনি ভালোভাবে চালু করতে পারেন। আর সাফল্যের সঙ্গে এগিয়েও নিয়ে যেতে পারবেন। শুধু প্রয়োজন ধৈর্য্য, অধ্যবসায় এবং পরিশ্রম। আর প্ল্যানমাফিক করতে পারলে ব্যবসায় সাফল্য পাবেনই। কিন্তু কিভাবে ব্যবসা করবেন? আর কিভাবেই বা চালু করবেন? ব্যবসা করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে? আর কোন কোন ব্যবসা আপনি করতে পারবেন? এই নিয়ে আরও অনেক কিছু বলব। তবে তার জন্য নজর রাখতে হবে বিজনেস প্রাইম নিউজে। ভালো থাকবেন। দেখতে থাকবেন বিজনেস প্রাইম নিউজ।
ব্যুরো রিপোর্ট