Market

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়েছেন দেশবাসী। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছিলেন তিনি। সেই ডাকে যে দেশবাসী সাড়া দিয়েছেন, সে-কথা অস্বীকারের কোন জায়গা নেই। আর ক্রেতাদের চাহিদা বাড়ায় ব্যবসায়ীদের মুখের হাসি অনেকটা চওড়া হয়েছে। এমন তথ্যই দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।
তথ্য অনুযায়ী, দেশবাসীর চাহিদা মেটাতে কার্যত নাওয়া খাওয়া ভুলে গেছিলেন ব্যবসায়ীরা। মাত্র ২০ দিনে ৩০ কোটির বেশি জাতীয় পতাকা তৈরি করেছেন তাঁরা। যা প্রতিফলিত হয়েছে তাঁদের ব্যবসার অঙ্কে। এই কর্মসূচি পালন করার জন্য এমনিতেই গোটা দেশ জুড়ে প্রচুর ব্যবসায়ী একইসঙ্গে সর্বস্তরের মানুষজন যুক্ত হয়েছিলেন। ফলে চাহিদা মেটাতে যে কালঘাম ছুটেছে তাতে ব্যবসায়ীদের ভাগ্যের চাকা আরও মসৃণ গতিতে ঘুরতে শুরু করে দিয়েছে। আর জাতীয় পতাকা তৈরি করেই ব্যবসায়ীদের আয়ের অঙ্ক দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকায়!
এখানেই জানিয়ে রাখা প্রয়োজন, পতাকা কোডের পরিবর্তন আসার কারণেই এমন ব্যবসায়িক সাফল্যের মুখোমুখি হয়েছেন তাঁরা। অন্তত এমনটাই মনে করছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। আগে খাদি বা সুতির বস্ত্র দিয়ে জাতীয় পতাকা বানানো হলেও পলিয়েস্টার বা মেশিনে পতাকা বানানোর কাজ শুরু হওয়ায় এখন ঘরে ঘরে প্রচুর মানুষ এই পতাকা তৈরির ব্যবসায় ঝুঁকেছেন। পতাকা আইন সংস্কারের কারণেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ১০ লক্ষ মানুষের কাজের বন্দোবস্ত হয়েছে। স্বাভাবিকভাবেই, কর্মসংস্থান বিপুল হওয়ার কারণ একটাই ইঙ্গিত দিচ্ছে। দেশে রেকর্ড পরিমাণ বিক্রি বেড়েছে জাতীয় পতাকার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ