Daily

রাজ্যে বিধি নিষেধ আরও কিছুটা শিথিল হল। ছাড় পাওয়া গেল সরকারি এবং বেসরকারি বাস পরিবহনে। একইসঙ্গে ছাড় পাওয়া গেল অটো, টোটোর মত অন্যান্য পরিষেবায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতায়াতের সুবিধার জন্য এই ছাড় দিলেন। কিন্তু তার সঙ্গে এই শর্তও রাখলেন যে, বাস চালাতে হবে ৫০% যাত্রী নিয়ে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এর ফলে কি আদৌ বাস মালিকদের পক্ষে বেসরকারি বাস চালানো সহজসাধ্য হবে?
বর্তমানে পেট্রোল এবং ডিজেল দুই-ই রীতিমত সেঞ্চুরি হাঁকাবে বলে ঝোড়ো ইনিংস খেলছে। যার ফলে ক্রমশই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। একই অবস্থা বাসমালিকদের। এমনিতেই পেট্রোল-ডিজেলের চড়া দাম। তারওপর কম যাত্রী নিয়ে পরিষেবার নির্দেশ। এর ফলে আদৌ কি বাস চালানো সহজসাধ্য হবে? ৫০% যাত্রী নিয়ে বাস চালাতে হলে, দিনের শেষে লাভের চেয়ে ক্ষতির অঙ্কটাই বড় হয়ে যাবে নাতো? নাকি আবারও ভাড়া বাড়ানোর দিকেই হাঁটবেন বাস মালিকেরা?
এদিকে বাস চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। একদিকে খুলে গেছে অফিস। অন্যদিকে এতদিন গণপরিবহন বন্ধ থাকার জন্য দুর্ভোগের শেষ ছিল না অফিসযাত্রীদের। বাস, অটো পরিষেবা চালু হওয়ায় এখন অনেকটাই সুবিধে হবে তাঁদের। কিন্তু করোনা বিধি মেনে বাস কেবল ৫০% যাত্রী নিয়েই ছুটবে কিনা সেটাই এখন দেখার।
ব্যুরো রিপোর্ট