Daily

করোনার কোপে চার চাকা। বন্ধ রাখা হল বাস ও মিনিবাস। আজ থেকে আগামী দু’দিন বন্ধ রাখা হবে সমস্ত ধরণের যাত্রী পরিষেবা। জানিয়েছে আসানসোল বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশন।
সংক্রমণের মারণ লাফে কাঁপছে আসানসোল শিল্পাঞ্চল। পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে এগোচ্ছে। এই অবস্থায় যাত্রীদের নিয়ে যাতায়াত যথেষ্ট ঝুঁকিপূর্ণ। পরিবহন কর্মী থেকে সাধারণ যাত্রী, প্রত্যেকেরই করোনায় আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই আপাতত যাত্রী পরিষেবা বন্ধ রাখার আর্জি জানিয়েছে আসানসোল বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশন। চিঠিও দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলা শাসককে। আগামী ৩ তারিখ পরিস্থিতি বিবেচনা করে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল