Daily

আর মাত্র হাতে গোনা কয়েকদিন। আর তারপরেই বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব-শারদোৎসব। ক্যালেন্ডার অনুসারে পুজো পাঁচ দিনের হলেও পুজোর কয়েকদিন আগে থেকেই মণ্ডপে মন্ডপে ভিড় শুরু হয়ে যায়। বিগত কয়েকবছরের এই ভিড়ের কথা মাথায় রেখেই এই বছর পঞ্চমী থেকেই শহরের বিভিন্ন রুটে সারারত ধরে বাস চালাবেন বলে ঠিক করেছেন বেসরকারি বাস মালিকেরা।
কলকাতা পুলিশ ইতিমধ্যেই ভিআইপি রোডের মত কিছু রাস্তায় পঞ্চমীর বিকেলের পর থেকেই অটো চলাচল নিষিদ্ধ করেছে। এই সব জায়গায় ট্র্যাফিক রুল মেনেই যাত্রীদের যাতায়াতে সাহায্য করতে বাস সার্ভিস চালু রাখতে ইচ্ছুক বাস মালিক সংগঠন। নিউ টাউন, ভিআইপি রোড, সল্টলেক, ইএমবাইপাস, গড়িয়াহাট, টালিগঞ্জ এর বিভিন্ন রুটে যেখানেই যাত্রী পাওয়া যাবে সেখানেই তারা বাস চালাতে আগ্রহী। শুধু বাস মালিকরাই নন এমনকি বাস কর্মীরাও পুজোতে বাস চালাতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। কারণ পুজোর সময় উৎসবে যোগ দিতে মানুষের ঢল নামবে রাস্তায়। আর ভিড় বাড়লেই স্বাভাবিকভাবেই তাদের আয়ও বাড়বে। বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস এর তপন বন্দ্যোপাধ্যায় সকলেরই এই ব্যাপারে এক মত।
তবে উৎসব চলাকালীন সব বাস যে পুরো রুট জুড়ে চলবে এমন নয়। রাস্তার ওপর মন্ডপ থাকায় এবং অস্বাভাবিক ভিড়ের কারনে ওই সময় বহু বাসের রুট পরিবর্তিত হয়ে অন্য পথে চালানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন বাস মালিকেরা। মালিক পক্ষ জানিয়েছেন যে পুজোর সময় যদি যাত্রী বেশি থাকে অর্থাৎ যাত্রীদের যদি চাহিদা থাকে তবেই পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সারারাত জুড়ে বাস চলবে। আর এতে যে বহু মানুষ উপকৃত হবেন তা বলাই বাহুল্য।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ