Daily

নতুন বাড়ি কিনেছেন অথচ নির্ধারিত সময় পেরিয়ে গেছে কিন্তু বিল্ডারের কাছ থেকে বাড়ি পাননি? অপেক্ষায় রয়েছেন এখনো? রয়েছেন দুশ্চিন্তায়? এবার আপনার দুশ্চিন্তা কাটাতে রায় দিলো দেশের শীর্ষ আদালত।
বিল্ডারের কাছ থেকে নির্দিষ্ট সময়ে বাড়ি না পাওয়া নতুন বিষয় নয়। এবার কঠোর হাতে রাশ ধরতে এগিয়ে এলো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সূত্রে নির্দেশ দেয়া হয়, নির্দিষ্ট সময় বা তার মধ্যে গ্রাহক বাড়ি না পেলে সম্পূর্ণ টাকা সুদ সমেত ফেরত দিতে হবে তাকে। বিল্ডার ন্যূনতম ৯% সুদ দেবেন গ্রাহকদের।
নতুন বাড়ি তৈরির জন্য গ্রাহক অগ্রিম টাকা দিয়ে থাকে বিল্ডারদের। এবং নির্দিষ্ট সময়ে বাড়ি দেওয়ার অঙ্গীকার দেন বিল্ডাররা। গত ২০২০ সালে করোনার প্রকোপে প্রায় পঙ্গু হয়েছে বাণিজ্যের সমস্ত ক্ষেত্রই। মাত্র ৯% বাড়ি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিল্ডাররা। এখন তাদের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেয়ে হচ্ছে বলেও জানান তারা।
ব্যুরো রিপোর্ট