Trending
বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোভিড, পোস্ট কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ- এই প্রত্যেকটি বিষয় প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতে। ভারতকেও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। বিশ্ব অর্থনীতির গ্রোথ ৩.২ শতাংশ থেকে একধাক্কায় নামতে পারে ২.৭ শতাংশে- এমন পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তার মধ্যেও ভারতের অর্থনীতি যে দুর্দান্ত একটা ব্রাইট স্পট সেই উল্লেখ করতেও ভোলেনি তারা। কিন্তু বাইরের কথা বাদ দিয়ে যদি দেশের আভ্যন্তরীণ বিষয়ের দিকে নজর দেওয়া যায়, তাহলে বলতেই হবে দেশের অর্থনীতি এখনো সব বাধা এড়িয়ে যেতে পারেনি। ফলে, বেশ কিছু চ্যালেঞ্জ এসেই গিয়েছে- তার মধ্যে অবশ্যই যেমন রয়েছে মূল্যবৃদ্ধি, তেমনই রয়েছে বেকারত্বের মতন বিষয়। আর এই সব নিয়েই নির্মলা সীতারামন এবারের বাজেটে কী কী বিষয় তুলে ধরেছেন সেটাই এক নজরে ঝালিয়ে নেওয়া যাক।
প্রথমেই আসা যাক মধ্যবিত্তের কথায়। চাকুরীজীবীদের জন্য এবারের বাজেট অনেকটাই স্বস্তির হল বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। তার কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেটে যে ট্যাক্স স্ল্যাবের কথা জানালেন, সেটা অনেকটাই স্বস্তি দেবে আমজনতাকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন,
০-৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য।
বার্ষিক আয় ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা হলে দিতে হবে ৫% কর
বার্ষিক আয় ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা হলে দিতে হবে ১০% কর
বার্ষিক আয় ৯ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা হলে দিতে হবে ১৫% কর
বার্ষিক আয় ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা হলে দিতে হবে ২০% কর
এবং বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার বেশি হলে দিতে হবে ৩০% কর।
এখানেই একটা বিষয়। ২০২০ সালে যে নতুন আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছিল সেখানে স্তর বাড়িয়ে করা হয়েছিল ছয়টি। তবে একইসঙ্গে নতুন করের কাঠামো চালু হতে চলেছে। এবারে আয়কর রিটার্ন করার জন্য দুটো পথ থাকলেও আগামী অর্থবর্ষ থেকে নতুন কর কাঠামো মেনেই আয়কর দিতে হবে। সেক্ষেত্রে আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হল ৭ লক্ষ টাকা। এছাড়াও আয়কর রিটার্নের পদ্ধতিকে অনেকটাই সরল করা হবে। এছাড়া আর কোন কোন বিষয়ে অর্থমন্ত্রী আরও জোর দিলেন, সেগুলোতেও একবার চোখ বোলানো যাক-
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়করে ছাড় বাড়িয়ে ১৫ লক্ষ টাকা থেকে করা হল ৩০ লক্ষ টাকা। এমনকি বিশেষ ছাড় দেওয়া হচ্ছে পোস্ট অফিসে টাকা সঞ্চয়ের ক্ষেত্রে।
মহিলাদের জন্য নিয়ে আসা হল স্বল্পসঞ্চয় প্রকল্প- আগামী ২ বছর পর্যন্ত এই প্রকল্পে রাখা যাবে ২ লক্ষ টাকা। এক্ষেত্রে সুদের হার হবে ৭.৫%।
সকল সরকারি ক্ষেত্রে প্যান কার্ডকেই আসল পরিচয়পত্র হিসেবে তুলে ধরা হচ্ছে, এমনকি ডিজিটাল ক্ষেত্রেও।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বাড়িয়ে করা হল ৭৯ হাজার কোটি টাকা।
আত্মনির্ভর ক্লিন প্ল্যান্ট প্রোগ্রামের জন্য সরকার বরাদ্দ করছে ২ হাজার ২০০ কোটি টাকা।
গ্রামীণ এলাকায় তরুণদের উৎসাহিত করা হবে এগ্রি স্টার্ট আপে। তার জন্য তৈরি করা হবে তহবিল।
কৃষি উন্নয়নের জন্য কম্পিউটারাইজড করা হচ্ছে ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে।
জোর দেওয়া হবে দেশে ওষুধ উৎপাদন গবেষণায়।
দেশব্যাপী ১৫৭টি নতুন নার্সিং কলেজ তৈরি করা হবে।
শিশু শিক্ষায় অগ্রাধিকার দেবার জন্য তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি।
পশুপালন এবং মাছ চাষে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।
সাড়ে ৩ লক্ষ আদিবাসী পড়ুয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হবে ৩৮ হাজার।
কর্ণাটকে সেচ ব্যবস্থার উন্নয়ন খাতে বরাদ্দ করা হল ৫ হাজার ৩০০ কোটি টাকা।
বিনা সুদে রাজ্যগুলিকে ঋণ দেওয়া হবে আরও এক বছরের জন্য।
রেলের জন্য বরাদ্দ করা হল ২.৪ লক্ষ কোটি টাকা।
গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য বরাদ্দ করা হল ১৯,৭০০ কোটি টাকা।
প্রতি বছর ১০ হাজার কোটি টাকা দেওয়া হবে আরবান ইনফ্রা ডেভেলপমেন্ট ফান্ডে।
এয়ারপোর্ট, হেলিপোর্ট, ওয়াটার এরোড্রাম এবং উন্নত ল্যান্ডিং জোনের মত অতিরিক্ত ৫০টি জায়গায় জোর দেওয়া হবে।
সীমান্তবর্তী গ্রামে জোরকদমে পর্যটন পরিকাঠামো তৈরি করা হবে।
যুব সমাজকে প্রশিক্ষণ দেবার জন্য আনা হবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ছড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করা হবে আলাদা কেন্দ্র।
৫জি পরিষেবার মাধ্যমে অ্যাপ তৈরির জন্য ১০০-টির কাছাকাছি ল্যাব তৈরি করা হবে।
এবার আসা যাক কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমলঃ
দাম বাড়বে সিগারেটের।
ছাড় দেওয়া হয়েছে মোবাইলের যন্ত্রাংশে অন্তঃশুল্কে। তাই দাম কমবে মোবাইলের।
ছাড় দেওয়া হয়েছে টিভির যন্ত্রাংশে অন্তঃশুল্কে। দাম কমবে টিভির।
চিমনির অন্তঃশুল্ক ৭.৫% থেকে বাড়িয়ে করা হল ১৫%। সুতরাং দাম বাড়বে কিচেন চিমনির।
রুপোর ক্ষেত্রেও বাড়ল অন্তঃশুল্ক পরিমাণ। ফলে দাম বাড়বে রুপোর।
ছাড় দেওয়া হয়েছে লেন্সের ওপর প্রযুক্ত শুল্কে। ফলে দাম কমবে ক্যামেরার লেন্সের।
দেশি খেলনার ক্ষেত্রে শুল্কে ছাড় মিলবে, ফলে দাম কমবে দেশি খেলনার।
দেশে তৈরি সাইকেলের দাম কমবে
বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়লেও, দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম কমছে।
হিরের ওপরে থাকা শুল্কে ছাড় মিলছে, ফলে দাম কমবে হিরের
দাম কমতে চলেছে লিথিয়াম ব্যাটারির
বাড়তে চলেছে ইমিটেশন গয়নার দাম
সোনার দাম বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে
বাড়তে পারে প্ল্যাটিনামে তৈরি গয়নার দাম।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ