Daily

অবশেষে বাড়ি ফিরেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন তিনি সুস্থ। প্রায় দু’সপ্তাহ সিআইটি রোডের সেফ হোমে থাকার পর তিনি বাড়ি ফিরেছেন স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে। এখন আর বুদ্ধবাবুর বাইপ্যাপ সাপোর্টের প্রয়োজন পড়ছে না। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমেই তিনি শ্বাস নিচ্ছেন। স্বাভাবিক হয়েছে তাঁর খাওয়া-দাওয়া।
উল্লেখ্য, কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরেও তাঁর বাড়ি ফেরা হয়নি। ছিলেন এই সেফ হোমেই। কারণ তাঁর যিনি দেখাশোনা করেন- তপনবাবুও করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনিও এখন সুস্থ হয়ে পড়েছেন। বুদ্ধবাবুর শ্বাসকষ্টের সমস্যা অনেক দিনের। তাই করোনায় আক্রান্ত হলে চিকিৎসকদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বুদ্ধবাবুর শরীর। কিন্তু অবশেষে সব মেঘ কেটে গেছে বলেই মনে করছেন তাঁরা। বাড়িতেই এখন চিকিৎসা চলবে বর্ষীয়ান বাম নেতার।
ব্যুরো রিপোর্ট