Daily

অসুস্থতা ছিলই। কিন্তু হাসপাতালে নয়, বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা। কোভিডে আক্রান্ত হলেও মেডিকেল প্যারামিটারগুলি মোটের ওপর ঠিকঠাক ছিল। কিন্তু ছন্দ কাটল মঙ্গলবার সকালে। আচমকাই অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় হাসপাতালেই ভর্তি করতে হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সকাল সোয়া এগারোটা নাগাদ অ্যাম্বুলেন্স পৌঁছে যায় তাঁর বাড়ি। তারপর নিয়ে আসা হয় উডল্যান্ডস হাসপাতালে।
জানা গিয়েছে, বুদ্ধবাবুর অক্সিজেন মাত্রা আচমকাই কমে যায় মঙ্গলবার সকালে। একইসঙ্গে কমবেশি হতে থাকে সাইটোকাইনের মাত্রাও। এদিকে বুদ্ধবাবুর সিওপিডির সমস্যা রয়েছে। তাই চিকিৎসকেরা আর কোন ঝুঁকি নিতে চান নি। হাসপাতালেই তাঁকে ভর্তি করা হয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এবারেও হাসপাতালে ভর্তি হবার অনীহা দেখিয়েছিলেন। শারীরিক অবস্থা দেখে চিকিৎসকেরাও বাড়িতেই তাঁর চিকিৎসা করছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আর অপেক্ষা করেননি তাঁরা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনায় আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও আপাতত তিনি বাড়িতে।
ব্যুরো রিপোর্ট