Daily

যাত্রীদের জন্য এবার অ্যাপ লঞ্চ করল বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সঙ্ঘ। দেশের মধ্যে কোথায় কোথায় রয়েছে সঙ্ঘের আশ্রম- সেই তথ্য পাওয়া যাবে একটা অ্যাপ থেকেই। তার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে বিএসএস ইন ওয়ান ক্লিক অ্যাপটি।
কেবল আশ্রমের ঠিকানা, ফোন নম্বরই নয়। সঙ্ঘের পরিচালনা পরিষদের পরিচিতি, সঙ্ঘ থেকে প্রকাশিত সমস্ত বইয়ের পরিচিতিও পেয়ে যাবেন এই অ্যাপ থেকে। বাংলা, ইংলিশ দু’ভাষাতেই পাওয়া যাবে সঙ্ঘগীতা। এমনকি সঙ্ঘের যাবতীয় গান, শ্রী শ্রী গুরুপূজা, বৈদিক শান্তি যজ্ঞ, বৈদিক সান্ধ্যবিধির সম্পূর্ণ নিয়ম এবং মন্ত্রের অর্থসহ সঙ্ঘের যাবতীয় তথ্য এখন পাওয়া যাবে এই একটি অ্যাপেই। তাই ভারত সেবাশ্রম সঙ্ঘের সমস্ত বিষয়ে আপডেট থাকতে ক্লিক করুন বিএসএস ইন ওয়ান ক্লিক অ্যাপে।
ব্যুরো রিপোর্ট