Trending
অবশেষে প্রতীক্ষার অবসান। একাধিক নতুন ফিচার্স নিয়ে আত্মপ্রকাশ করছে বিএসএনএল। সম্প্রতি নিজেদের নতুন লোগো প্রকাশ করেছে সংস্থা। বেসরকারি টেলিকম সংস্থা গুলির রিচার্জের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির বহু মানুষই বিএসএনএলের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করে। বিএসএনএল ফোরজি পরিষেবা নিয়ে আসছে এই খবর সামনে আসতেই, কার্যত বিএসএনএলের সিম কার্ড নেওয়ার হিড়িক লেগে যায়। সম্প্রতি জানা গেছে, গত তিন মাসে প্রায় নতুন করে 60 লক্ষ গ্রাহক কে নিজেদের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছে বিএসএনএল। সম্প্রতি নতুন লোগো প্রকাশের পাশাপাশি নতুন ৭ টি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল সংস্থা। তার মধ্যে উল্লেখযোগ্য স্প্যাম ব্লকিং সলিউশন, ইন্টারনেট টিভি, ওয়াইফাই রোমিং এর মতন পরিষেবা। বিএসএনএল এর ওয়াইফাই রোমিং পরিষেবার মাধ্যমে গ্রাহক যেখানেই যাবেন সেখানেই bsnl ftth এইচের ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এছাড়াও সংস্থার লাইভ টিভিতে গ্রাহক ৫০০টি প্রিমিয়াম টিভি চ্যানেল দেখতে পারবেন। এইসঙ্গে থাকছে স্যাটেলাইট কানেক্টেড এসএমএস সার্ভিস। জলে জঙ্গলে সর্বোচ্চ মিলবে এই পরিষেবা। প্রকাশ্যে আনা হবে bsnl এর সিম কার্ড কিয়স্ক।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, দেশের সর্বস্তরের মানুষের কাছে সহজলভ্য করে টেলিকম পরিষেবা কে পৌঁছে দেওয়ার জন্যেই নতুন রূপে সেজে উঠেছে bsnl।
বিএসএনএল এর এই নতুন পরিষেবা গুলোকে নিয়ে আপনাদের কি মত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে তখন বিজনেস প্রাইম নিউজ জীবন অর্থবহ।