Trending

পিছিয়ে পড়লেও হারতে জানে না বিএসএনএল। দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থা অন্যান্য প্রতিদ্বন্দীদের সঙ্গে ঘোড় দৌড়ে নেমে গ্রাহকদের ধরে রাখতে ঘোষণা করল দুটি নতুন প্রিপেড প্ল্যানের। সংস্থার দাবি, অতিমারি সময়ে যা গ্রাহকদের অনেকটাই স্বস্তি দেবে।
বিএসএনএলের এই প্রিপেড প্ল্যানে রয়েছে টপ আপ অফার সহ টকটাইমের মতো সুবিধা। যা গ্রাহকদের জন্য দেওয়া হবে ২০ আগস্ট পর্যন্ত। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল গ্রাহক স্বার্থে কি কি সুবিধা আনতে চলেছে:
বিএসএনএল টপ আপের টাকা ধার্য করেছে ১০ থেকে ১০০ পর্যন্ত।
১০ টাকায় গ্রাহক পাবেন ৭.৪৭ টাকা
২০ টাকায় পাবেন ১৪.৯৫ টাকা
৩০ টাকায় পাবেন ২২.৪২ টাকা
৪০ টাকায় পাবেন ৩০.৯০ টাকা
৫০ টাকায় পাবেন ৩৯.৩৭ টাকা
৬০ টাকায় পাবেন ৪৭.৮৫ টাকা
৭০ টাকায় পাবেন ৫৬.৩২ টাকা
৮০ টাকায় পাবেন ৬৪.৮০ টাকা
৯০ টাকায় পাবেন ৭৩.২৭ টাকা
এবং
১০০ টাকায় পাবেন ৮১.৭৫ টাকা
উল্লেখ্য মাই বিএসএনএল অ্যাপ্লিকেশনের সঙ্গে যারা যুক্ত তাঁরা ঐ অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিচার্জ করলে পাবেন ৪ শতাংশ ছাড়। এছাড়াও অন্যান্য পরিকল্পনার মেয়াদ বাড়িয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিকম সংস্থা।
একদিকে যখন প্রতিদিনই ভারতে টেলিকমের বাজার দখল করছে জিও, এয়ারটেল, ভোডাফোনের মত একাধিক টেলিকম সংস্থা তখন আপ্রাণ চেষ্টা করে অক্সিজেন নিয়ে গ্রাহকদের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার লড়াই করছে বিএসএনএল।
ব্যুরো রিপোর্ট