Daily

গ্রাহকদের জন্য বিএসএনএল নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান। বিএসএনএলের এই দীর্ঘমেয়াদি প্ল্যানের দৌড়ে পিছিয়ে পড়বে জিও, এয়ারটেল, জানুন বিশদে। এই প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার পাশাপাশি দিচ্ছে বাড়তি ভ্যালিডিটিও।
২৩৯৯ টাকার বিনিময়ে নিয়ে এল ৩৬৫ দিনের দীর্ঘমেয়াদি প্ল্যান। রয়েছে বাড়তি তিন মাসের ভ্যালিডিটি। অর্থাত্, এই অফার চলাকালীন কোন গ্রাহক যদি এই রিচার্জ করে থাকেন সেক্ষেত্রে তিনি ৩৬৫ দিনের বদলে ৪৫৫ দিন ভ্যালিডিটি পাবেন। কি কি সুবিধা পাবেন গ্রাহক? আনলিমিটেড কল, ৩জিবি ডেটা প্রতিদিন, ১০০ টি এসএমএস আর আনলিমিটেড কলার টিউনের সুবিধে।
দীর্ঘমেয়াদি প্ল্যানে এই মুহূর্তে ভারতের টেলিকম বাজারে জিও রাজ করলেও, বাকি তিনটে সংস্থা অর্থাৎ এয়ারটেল, বিএসএনএল, আর ভিআই বলে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। গ্রাহকসংখ্যা বাড়াতে দৌড়োচ্ছে সবাই। আর বিএসএনএলের এই দীর্ঘমেয়াদি প্ল্যান যে সেখানে বাম্পার হিট, তা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট