Trending

পরিষেবায় পিছিয়ে পড়লেও গ্রাহক সংখ্যা বাড়াতে পারল বিএসএনএল। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি জানিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে বিএসএনএলের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০.৩ শতাংশে।
সূত্রের খবর, ৪জি পরিষেবা না দিতে পারলেও বিএসএনএলকে ব্রাত্য রাখেনি গ্রাহকরা। যদিও ২০১৯ সালে কেন্দ্র বিএসএনএলের পুনরুজ্জীবন নিয়ে মাথা ঘামাতে শুরু করে। কিন্তু দেখা যায়, সরকারের তরফ থেকে ঘোষণা করা হলেও সেই রূপদান এখনও বিএসএনএলের গায়ে লাগেনি। আবার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিএসএনএলের ৫জি পরিষেবা চালু করার ব্যপারেও যথেষ্ট উৎসাহিত হয়েছে।
প্রতিযোগীতার বাজারে যখন একের পর এক বেসরকারি টেলিকম সংস্থাগুলি আরো বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছনোর জন্য উঠেপড়ে লেগেছে তখন প্রতিযোগীতায় একেবারে পিছনের সারিতে থাকা সত্ত্বেও বিএসএনএল শুধু গ্রাহক ধরেই রাখেনি বরং ২০১৯ এর পর থেকে দু’বছরের মধ্যে গ্রাহকের সংখ্যা বাড়িয়েও দিয়েছে। এখন দেখার গ্রাহক সংখ্যা বাড়ার অনুপাতে বিএসএনএলের পরিকাঠামোয় কোন ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে কিনা কেন্দ্রীয় সরকার।
ব্যুরো রিপোর্ট