Trending

একেই অন্যান্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দীতায় পিছিয়ে আছে বিএসএনএল। তারপর উপরি সংকট হিসেবে দেখা দিল, কর্মীর অভাব। তার জেরেই এখন সংস্থার মাথায় দুর্যোগের মেঘ। আর সেই মেঘ কাটাতে বিএসএনএল চাইছে স্বেচ্ছা অবসরে যাওয়া তার পুরনো কর্মীদের ফিরিয়ে আনতে। এবং সেই সংক্রান্ত একটা চিঠিও পাঠানো হয়েছে টেলিকম দফতরে।
কিন্তু কিসের জন্য এই সমস্যা? বিএসএনএল এবং এমটিএনএল এই দুই সংস্থা থেকেই ২০১৯ সালে এক বিপুল অঙ্কের কর্মচারীরা স্বেচ্ছা অবসর নেন। সেই সময় বিএসএনএল থেকে ভিআরএস নিয়েছিলেন প্রায় ৭৮,৫৬৯ জন এবং এমটিএনএল থেকে ১৪,৪০০ জন। কিন্তু বর্তমানে এতটাই কর্মী সংকট দেখা দিয়েছে যে বিভিন্ন অপারেশনাল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সংস্থাকে। আর সেই কারণেই কর্মী সংকট কাটিয়ে আবার সংস্থাকে মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যাবার জন্য তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রক’কে চিঠি দিয়েছে তারা। তবে এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানাতে পারেনি কেন্দ্রীয় মন্ত্রক। দফতর সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততদিন ভিআরএস নেওয়া কর্মীদের নিয়োগ করা যাবে না।
ব্যুরো রিপোর্ট