Trending
দেশের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL. Airtel, Jio-কে টক্কর দিতে নিজেদের 4g পরিষেবাকে ঢেলে সাজাতে উঠে পরে লেগেছে। ইতিমধ্যে বহু জায়গায় 4g প্রযুক্তি প্রতিস্থাপন করেছে এই সংস্থা। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন অন্যান্য টেলিকম কোম্পানি গুলোর অত্যাধিক দামের recharge প্লানের জেরে নাজেহাল সাধারণ মানুষ, ঠিক সেই সময় সাধ্যের মধ্যে আকর্ষণীয় Recharge প্লান প্রকাশ্যে এনে নজর কেড়েছে সংস্থা।আর টেলিকম পরিষেবার পর এবার তাদের লক্ষ্য ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় বাজার দখল করা।
অপটিকাল ফাইবার বাজারে এবার নিজেদের জায়গা মজবুত করতে কোমর বেধে নামতে চলেছে এই সংস্থা। আর সেই লক্ষ্যে দেশের যে কোনও প্রান্তে গ্রাহকের নিজের মোডেম সংযোগ ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দেওয়ার সুবিধা আনল সংস্থাটি।
অর্থাৎ, মোবাইলে যে রকম রোমিং পরিষেবা মেলে, এটাও সে রকম ওয়াইফাই রোমিং।
ইতিমধ্যে চলতি ২০২৪ সালের অক্টোবর মাস্যা এই উদ্যোগের শুভ সূচনা করেন টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কলকাতা সার্কল-সহ সারা দেশে নভেম্বর মাস থেকে চালু হয়েছে এই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা।
এই পরিষেবার অধীনে বি-এস-এন-এলের ব্রডব্যান্ড গ্রাহক তাঁর বাড়ির মোডেমকে ওয়াইফাই রোমিং-এর সুবিধার জন্য ছাড়পত্র দিলে, দেশের যে কোনও জায়গায় অন্য গ্রাহকের একই সুবিধাযুক্ত মোডম ব্যবহার করে নেট পরিষেবা পাবেন। এতে ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে সংস্থার দাবি। এই জন্য আবেদন করতে হবে সংস্থার পোর্টালে।
এই বিষয়ে বিএসএনএলের কলকাতা সার্কলের চিফ জেনারেল ম্যানেজার দীপেশ চন্দ্র টিকাদার বলেন, ‘‘ধরা যাক, ওয়াইফাই রোমিং-এ কেউ নিজের মোডেমকে এই ছাড়পত্র দিয়েছেন। তা হলে কাশ্মীর বা আন্দামান বেড়াতে গেলে তিনি সেখানকার অন্য গ্রাহকের এ রকম ছাড়পত্র দেওয়া মোডেমকে ব্যবহার করে নেট পরিষেবা নিতে পারবেন।’’
এই পরিষেবা চালুর প্রথম ১৫ দিনে দেশে প্রায় ৭৪,০০০ এবং কলকাতা সার্কলকে প্রায় ৮০০ গ্রাহক এ জন্য আবেদন করেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত আপনারা সকলেই জানেন যে, টেলিকম পরিষেবার পাশাপাশি উচ্চ গতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার খুবই ব্যয়বহুল হয়ে পরেছে। আর এখন যদি রাষ্ট্রীয় সংস্থা বি-এস-এন-এল এই পরিষেবা অপেক্ষাকৃত কম মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে তো ব্রডব্যান্ড বাজারেও নিজেদের জন্য শক্ত মাটি তৈরি করবে BSNL. এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সঙ্গে দেখতে থাকুন Business Prime News. জীবন হোক অর্থবহ।