Daily

বিএসএফের তৎপরতায় উদ্ধার দেড়কোটি টাকার সোনার বিস্কুট। পাচারের আগেই উদ্ধার করা হয়েছে ৩০টি সোনার বিস্কুট। যার সর্বমোট ওজন ৩ কেজি ৪৯৯.৭৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি। উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৭৯ নম্বর ব্যাটেলিয়ন এই সোনার বিস্কুটগুলি উদ্ধার করেছে। সূত্রের খবর, এই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করা হচ্ছিল।
জানা গিয়েছে, ১৯ জুলাই প্রতিদিনের মতন আইসিপি পেট্রাপোলের রেলপথ ক্রসিংয়ের কাছে রুটিন তল্লাশি চালাচ্ছিল বিএসএফের কর্মীরা। সকাল ১০:৫০ নাগাদ তাদের নজর পড়ে একটি বাইকের দিকে। বাইকটি জয়ন্তীপুরের পার্কিং এলাকা থেকে বেরিয়ে আসছিল। বিএসএফ কর্মীরা তাকে দেখতে পেয়ে ধরে। তল্লাশি চালালে বাইক চালকের কোমড়ে বাঁধা ৩০টি সোনার বিস্কুট দেখতে পায়। যা পোশাকের ভেতরে লুকিয়ে রাখা ছিল। সঙ্গে সঙ্গে বাইক চালককে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় সোনার বিস্কুটগুলি। আরও জিজ্ঞাসাবাদের জন্য চোরাকারবারিকে হেফাজতে নেওয়া হয়েছে। চোরাচালানকারির নাম- সুমন তরফদার। বয়স ২৯, গ্রাম জয়ন্তীপুর।
সেদিনই সন্ধ্যায় পেট্রোপোল সীমান্তে শুল্ক দফতরের কাছে সোনার বিস্কুটগুলি পাঠানো হয়। চোরাচালানকারীকে আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে কাস্টম অফিসে।
দেবস্মিতা মন্ডল, উত্তর ২৪ পরগনা