Market
সোমবার সকালে বাজার খুলতেই বেশ বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল মুম্বইয়ের শেয়ার বাজারে। নিফটি ১৭,৫০০-র নীচে থাকলেও ভারতী এয়ারটেল অনেকটাই উপরের দিকে রয়েছে। এদিন বিএসই সেনসেক্সের পতন হয়েছে ৮০০ পয়েন্ট। ইস্পাত শিল্প বাদে সোমবারের বাজারে অটোমোবাইল, অয়েল অ্যান্ড গ্যাস, ওষুধ কোম্পানি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার, শক্তিক্ষেত্র, ক্যাপিটাল গুডস সহ আবাসন শিল্পেও ১-৩% পর্যন্ত নিম্নমুখী গ্রোথ লক্ষ্য করা গেল। বিএসই মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও ২% করে অন্যান্য দিনের তুলনায় নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে।
পেটিএমের শেয়ারে ধারাবাহিক পতন আজও অব্যাহত। পেটিএমের শেয়ার দুপুর দুটো পর্যন্ত প্রায় ১৪% নিম্নমুখী রয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে আজকের দিনটি লাল সোমবার। তবে বিশেষজ্ঞদের অনুমান, নিফটি সারাদিনে ১৭ হজার থেকে ১৬,৮০০ পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করবে। ব্যাঙ্কিং ক্ষেত্রে নিফটি পড়েছে ২ শতাংশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারেও পতন রয়েছে ৩.২ শতাংশের কাছাকাছি। একইরকমভাবে পতন দেখা যাচ্ছে বাজাজ ফাইনান্স, কোটাক ব্যাঙ্ক এবং মারুতি সুজুকি ইন্ডিয়ার ক্ষেত্রে। তবে আজকের বাজারে টপ গেনার হিসেবে উঠে এসেছে ভারতী এয়ারটেল। যার গ্রোথ ৫ শতাংশ। একইরকমভাবে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এশিয়ান পেন্টস, পাওয়ার গ্রিড, ইন্দাসইনদ ব্যাঙ্কের ক্ষেত্রেও।
তবে বেশ কয়েকমাস ধারাবাহিকভাবে বাজারের ঊর্ধ্বগতি যেভাবে ভাবিয়ে তুলেছিল বাজার বিশেষজ্ঞদের, সেখানে আজকের এই পতনকে বিশেষজ্ঞদের একাংশ যথেষ্টই স্বাভাবিক বলে দাবি করছেন। বিএসই ও এনএসই-র বাজারে সেনসেক্স এবং নিফটির এই গতিকে বাজার বিশ্লেষকরা রেড মনডে মুভমেন্ট বলে অভিহিত করেছেন।
ব্যুরো রিপোর্ট