Daily
বি পি এন ডেস্ক: শেয়ার বাজারে আবারও ইন্দ্রপতন। মহারাষ্ট্রে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়াতে সরকার জারি করেছে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক সতর্কতা। আজ থেকেই শুরু হয়েছে রাত্রিকালীন কার্ফু। করোনার সংক্রমণের এই ঢেউ টালমাটাল করে দিল । এদিন সেনসেক্স ৮৭১ পয়েন্ট নেমে আসে। ব্যাঙ্কিং এবং আর্থিক কর্মকাণ্ড থমকে যায়। বিএসই সেনসেক্স এদিন হয় সর্বনিম্ন। এদিন বাজার বন্ধ হয় ৪৯,১৫৯-এ। অন্যদিকে এনএসই-তে নিফটি ৫০ পয়েন্ট নেমে বন্ধ হয় ১৪,৬৩৮-এ। সকাল থেকেই দালাল স্ট্রিটে ভিড় ছিল না বললেই চলে। বাজার বিশেষজ্ঞদের মতে, বুলের মাথাও ছিল নিচের দিকে। একমাত্র তথ্যপ্রযুক্তি বাদে সমস্ত ক্ষেত্রগুলিতে ইনডেক্স ছিল নিম্নমুখী। ইন্দাসইন্দ ব্যাঙ্কের শেয়ার ৫.৭% নেমে ৯৩৮ টাকা ২৫ পয়সায় এসে ঠেকে। সবে যখন শেয়ার বাজারে বেশ কয়েকদিনের স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছিল তখন মহারাষ্ট্র জুড়ে করোনার দাপটে আবারও গতিরুদ্ধ হল শেয়ার বাজারের ।