Trending

নিজে থেকে জোড়া লাগবে ফোনের স্ক্রিন। অবিশ্বাস্য মনে হলেও এটাকেই বিশ্বাসযোগ্য করে তুলেছেন বাঙালি গবেষকরা। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং খড়গপুর আইআইটির গবেষকদের সম্মিলিত পরিশ্রমেই আজ এই অসম্ভব সম্ভব হয়েছে। তাঁরা আবিষ্কার করেছেন এক ধরণের নতুন সেল্ফ রিপেয়ারিং স্ক্রিন।
জানা গিয়েছে, ফোন পড়ে যাবার পর যদি স্ক্রিনটি ভেঙে যায় তাহলেও জোড়া লাগার এই দৃশ্যটি দেখার সময় পাওয়া যাবেনা। কারণ ভাঙা স্ক্রিন জুড়তে সময় লাগবে মাত্র কয়েক মিলি সেকেন্ড।
তাঁদের এই অভূতপূর্ব আবিষ্কার স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর সায়েন্সের অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এর জার্নালে। বিজ্ঞানীরা জানিয়েছেন, স্ক্রিনের অতিস্ফটিক উপাদান যখন ভেঙে যায় তখন এক সেকেন্ডের মধ্যেই সেটা জোড়া লেগে যাওয়া সম্ভব। এটা এতটাই নির্ভুলভাবে আগের ফর্মে ফিরে যাবে যে সেটা দেখে বোঝার কোন উপায়ই নেই।
নিঃসন্দেহে এই আবিষ্কার ডিজিটাল প্রযুক্তির প্ল্যাটফর্মের জন্য একটা মাইলস্টোন। এমনকি ফোনের আয়ুও বহুগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ব্যুরো রিপোর্ট