Daily

উৎপাদন খরচ বাড়ায় পণ্যের দাম বাড়াতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় বিস্কুট উৎপাদনকারী সংস্থা ব্রিটানিয়া। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর প্রকাশ করা হয়েছে। যদিও ভবিষ্যতে সংস্থার বিকাশ নিয়ে যথেষ্ঠ আশাবাদী কর্তৃপক্ষ।
কোভিড পরিস্থিতিতে বেড়েছে প্রয়োজনীয় পণ্যের দাম। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন খাতে খরচ বৃদ্ধি পাওয়ায় মুনাফার মুখ দেখতে পাচ্ছে না সংস্থা। কাজেই কিছুটা বাধ্য হয়েই পণ্যের দাম বাড়াচ্ছে ব্রিটানিয়া। গত ত্রৈমাসিক সংস্থার লাভের পরিমান ছিল ৩৮৯ কোটি টাকা যা কিনা গত বছরের কোম্পানির লাভের তুলনায় ২৯% কম।
বর্তমানে কোম্পানির আয়ের ২% আসে ই-কমার্স থেকে, যা ভবিষ্যতে বাড়তে পারে প্রায় ৫% পর্যন্ত বলে মনে করছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। সংস্থার উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যেই ১৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে সংস্থা। এছাড়াও সংস্থাটি ৯৪ কোটি টাকা বিনিয়োগ করেছে ওড়িশার খুরদা প্ল্যান্টে । উত্পাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এবং ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে উত্তরপ্রদেশের গ্রিনফিল্ড ফেসিলিটিতে।
ব্যুরো রিপোর্ট