Market
অগাস্টে ব্রিটেনের অর্থনীতি সংকুচিত হবার আশঙ্কা প্রকাশ করেছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ড। সেই ইঙ্গিত সত্যিই প্রমাণিত হয়েছে। এবার আরও এক ধাপ এগিয়ে ব্রিটেনের অর্থনীতি নিয়ে ভালোরকম দুশ্চিন্তা প্রকাশ পেল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের একটি রিপোর্টে। রিপোর্টটি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আইএমএফ।
উল্লেখ্য, বিশ্লেষকরা কয়েকদিন আগেই ব্রিটেনের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার আভাস দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, অগাস্টে হয়ত ব্রিটেনের অর্থনীতি একেবারে সংকুচিত হয়ে যেতে পারে। সেই ইঙ্গিত ইতিমধ্যেই সত্যি প্রমাণিত হয়। উৎপাদন খাত এবং ব্যবসা-বাণিজ্যে সমতা বজায় না-থাকার কারণে ব্রিটেনের অর্থনীতি সংকুচিত হয়েছে ০.৩ শতাংশ। একইসঙ্গে ব্রিটেনের বিভিন্ন খুচরো ব্যবসা এবং হোটেল ব্যবসাতেও লেগেছে খরা। ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেবা খাত। সেই দেশের মূল্যস্ফীতি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যা ভালোরকম চাপে ফেলেছে ব্রিটেন সরকারকে।
এখানেই একটা বিষয়। ব্রিটেনে যে মন্দা আসতে চলেছে, সেই আশঙ্কার পূর্বাভাস আগেই দিয়েছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ড। কিন্তু মন্দার অভিঘাত যে এভাবে জোরালো হতে পারে, সেটা হয়ত কিছুটা আন্দাজের বাইরে ছিল। তবে এসবের মধ্যেই ব্রিটেনের অর্থনীতিকে সামান্য হলেও অক্সিজেন জুগিয়েছে মহিলাদের ইউরো ফুটবল প্রতিযোগিতা।
ইদানিং বিশ্বের প্রতিটা দেশই মন্দার আঘাতে কমবেশি ক্ষতিগ্রস্ত। ইউরোপ থেকে আমেরিকা বা এশিয়া। মন্দা পিছু ছাড়েনি কাউকেই। এবার সেই মন্দাই চাপ বাড়াল ব্রিটেন সরকারের। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আইএমএফের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ইকোনমিক গ্রোথ ছিল যেখানে ৬% মতন, চলতি বছরে সেটা কমে দাঁড়াতে পারে ৩.২ শতাংশে। আর বিপদ সংকেত আরও জোরালো করে আইএমএফ জানিয়েছে, আগামী বছরে অর্থনীতির সংকোচন দাঁড়াতে পারে ২.৭ শতাংশে। আপাতত ব্রিটেন সরকার কিভাবে এই মন্দার ছায়া থেকে নিজেদের অর্থনীতিকে কিছুটা হলেও বাঁচাতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছেন ব্রিটেনবাসী।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ.