Prime
Daily
করোনা জব্দ করতে বুস্টার ডোজ শুরু ব্রাজিলে
By sanchitabpn21 | August 27, 2021
Daily
করোনাকে জব্দ করতে বুস্টার ডোজ দেয়া শুরু করেছে ব্রাজিল। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকেই এই বুস্টার ডোজ প্রক্রিয়া শুরু করতে চলেছে ব্রাজিল।
করোনাকে কাবু করতে জারি রয়েছে গবেষণা। এসেছে একের পর এক টিকা, চলছে ট্রায়াল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শুধুমাত্র দুটো ডোজ নয়, ইমিউনিটি বাড়াতে নিতে হবে বুস্টার ডোজও। আর তাই এবার, ব্রাজিল জুড়ে, প্রাণঘাতী রোগে আক্রান্ত রোগীরা, ৮০ বছরের ঊর্ধ্ব বয়স্করা এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের দেয়া শুরু হচ্ছে ফাইজারের বুস্টার ডোজ।
মারণ ভাইরাস করোনার ডেল্টা ভারিয়েন্ট রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। ধ্বংসলীলা চালাচ্ছে বিশ্বজুড়ে। এবার তাই সেটাকে আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার।
ব্যুরো রিপোর্ট