Daily
করোনা আবহে বন্ধ হয়েছে স্কুল, কলেজ। ঘরবন্দি অবস্থাতেই ছোট ছোট পড়ুয়াদের চলছে পঠনপাঠন। ঘরের মধ্যে বন্দি থাকার কারণে ব্যহত হচ্ছে মানসিক বিকাশও। এবার ছোট ছোট পড়ুয়াদের পঠনপাঠন থেকে মানসিক বিকাশের জন্য বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের শুভ সূচনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের শুভ সূচনা করেন তিনি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে চালু হবে পাড়ায় শিক্ষালয়। যেখানে শুধু পঠনপাঠনই নয়। সাংস্কৃতিক কর্মকাণ্ড শেখানো, শিল্প ও নৈপুণ্যে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি লক্ষ্য রাখা হবে শিশুদের মানসিক বিকাশের দিকটিও।
রাজ্যের প্রায় ৬০ লক্ষ ছাত্রছাত্রী এই উদ্যোগে সামিল হবেন। এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য আহ্বান জানানো হয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী,স্বেচ্ছাসেবী সংগঠন, পঞ্চায়েত, পৌরসভা এবং বিভিন্ন শিক্ষা সংগঠনগুলিকে। তদারকিতে থাকবেন সর্বস্তরের বিদ্যালয় পরিদর্শক ও প্রশাসনিক আধিকারিকরা।
বিক্রম লাহা
সল্টলেক