Daily

ইন্ডিয়ান অয়েলের পর এবার চার্জিং স্টেশন খুলতে উদ্যোগী বিপিসিএল। বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার জন্য ৭০০০টি স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করেছে রাষ্ট্রায়ত্ত এই তেল বিপণন সংস্থাটি।
এখনও অবধি বিপুল পরিমাণ তেল আমদানি করতে হয় ভারতকে। আর তাই খরচের পরিমাণটা বিপুল। সেই বিপুল খরচ কমানোর জন্য বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানোর দিকে নজর দিচ্ছে মোদী সরকার। যদিও ভারত তো দূর, বহু উন্নয়নশীল দেশেও বিদ্যুতিক গাড়ির চাহিদা কার্যত নগণ্য। তার অন্যতম প্রধান কারণ হলো চার্জিং স্টেশনের মতো পরিকাঠামোর ঘাটতি এবং গাড়ির চড়া দাম। যেকারনে পেটে খিদে থাকলেও, মুখে লাজ নিয়েই চলতে হচ্ছে বেশিরভাগ মানুষকে।
তবে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ইতিবাচক দিক তো রয়েইছে। এক্ষেত্রে বিকল্প জ্বালানির সম্ভাবনাময় ব্যবসার সুযোগ তো কাজে লাগানো যাবেই। একইসাথে ভবিষ্যতে পেট্রল-ডিজে লের মতো প্রথাগত জ্বালানির বাজার যখন ধসে পড়বে, তখন সহজেই সেই ঝুঁকিও এড়ানো সম্ভব হবে। আর তাই প্রচুর পরিমাণ চার্জিং স্টেশন তৈরির প্রকল্পকে যত তাড়াতাড়ি সম্ভব, বাস্তবায়িত করে ফেলতে চাইছে সংস্থা।
ব্যুরো রিপোর্ট