Market
বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনকে বেসরকারিকরণ করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। নিজেদের হাতে থাকা ৫২.৯৮% শেয়ারের পুরোটা বিক্রি করেই বিপুল অঙ্ক রাজকোষে ঢোকাবার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। একদিকে যখন বেসরকারিকরণের ভাগ্য মোটের ওপর ঠিক হয়ে গিয়েছে, এমন সময় বড়সড় ঘোষণা করল এই সংস্থা। জানা গিয়েছে, আগামী পাঁচ বছরে বিপিসিএল লগ্নি করতে চলেছে ১ লক্ষ কোটি টাকারও বেশি।
সূত্রের খবর, দূষণমুক্ত জ্বালানি তৈরিতে, পরিকাঠামোর আরও উন্নতি এবং গ্যাসের ব্যবসাকে আরো বাড়ানোর জন্যই বিপিসিএলের এমন সিদ্ধান্ত।
এমনিতেই পেট্রোলের চাহিদা মূল্যবৃদ্ধির পাশাপাশি বেড়েছে। তাই ভবিষ্যতে কার্বন ফ্রি হাইড্রোজেন চালিত জ্বালানি গাড়ির চাহিদা ক্রমশই বাড়তে থাকবে, সেকথা বলাই যায়। বিপিসিএলের এই বিনিয়োগ সেই ভবিষ্যতের কথা মাথায় রেখেই। কিন্তু একদিকে যখন বিপিসিএলের ভবিষ্যত কেন্দ্রীয় সরকার নিজেই ঝেড়ে ফেলতে চায়, তখন এত বিরাট অঙ্কের লগ্নি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট