Market

বেসরকারিকরণের পথে বিপিসিএল, ঘোষণা কেন্দ্রীয় সরকারের। আর যেজন্য দুর্বিপাকে পড়তে পারেন প্রায় সাড়ে ৮ কোটি গ্রাহক। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণা বলা যেতে পারে অনিশ্চয়তাকেই রীতিমত আস্কারা দিয়েছে। কারণ বেসরকারিকরণের অর্থ হল, সিলিন্ডারে ভর্তুকি আর হয়ত পাওয়া যাবেনা।
সরকারি সূত্রে খবর, সরকার নিজের শেয়ারের সম্পূর্ণটাই বেচে দিতে চাইছে। তার বদলে কোষাগারে ঢুকিয়ে নেবে অতিরিক্ত অর্থ। এরপরেই চাঞ্চল্য তৈরি হয়েছে। যেহেতু একমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা হলেই ভর্তুকি পাওয়া সম্ভব, তাই
৮ কোটি গ্রাহকের ভর্তুকি নিয়ে সংশয় তৈরি হয়েছে।
জানা গিয়েছে, এই মুহূর্তে গোটা দেশে সাড়ে আট কোটির কাছাকাছি গ্রাহক আছেন। যাদের মধ্যে ২.১ কোটি গ্রাহক উজ্জ্বলা স্কিমটি ব্যবহার করে থাকেন। বিপিসিএলই বর্তমানে গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি সিলিন্ডার পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকেই নজর থাকবে।
ব্যুরো রিপোর্ট