Trending
কপালে নেই টিপ। সিঁথিতে নেই সিঁদুর। হিন্দুদের শুভ অনুষ্ঠান অক্ষয় তৃতীয়ায় মালাবার গোল্ডের বিজ্ঞাপনে দেখা গেল বলিউড অভিনেত্রী করিনা কপুর খানকে। তারপরেই কার্যত জনরোষের মুখে পড়তে হল এই সংস্থাকে। একইসঙ্গে নেট নাগরিকদের চর্চায় উঠে এলেন অভিনেত্রীর নাম। মালাবার গোল্ডকে বয়কট করার ট্রেন্ড উঠল নেট মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ‘নো বিন্দি, নো বিজনেস’, বয়কট করিনা কপুর খান, বয়কট মালাবার গোল্ডের মত একাধিক হ্যাশট্যাগ।
অক্ষয় তৃতীয়া হিন্দুদের জন্য অত্যন্ত শুভ একটি অনুষ্ঠান। নেট নাগরিকদের রোষের কারণ হল, অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে যে বিজ্ঞাপন দেখিয়েছে মালাবার গোল্ড, তাতে হিন্দু নারীর সম্পূর্ণতা বজায় থাকেনি। আর যে কারণে নেট মাধ্যমে ব্যপক শোরগোল পড়ে গেল বলিউডের অভিনেত্রী করিনা কপুর খান সহ মালাবার গোল্ডকে নিয়ে। এখন পরিস্থিতি কোনদিকে দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন নেট নাগরিকরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ