Market

নামেই ‘বয়কট চীন’, কাজে কিন্তু ভারত-চীন বাণিজ্য চলছে বহালতবিয়তে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ায় চীনকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করে ভারত। কিন্তু কোথায় সেসব? তথ্য যে বলছে অন্য কথা। বরং ভারত-চীন বাণিজ্য পথ হয়েছে আরও মসৃণ।
কিছুদিন আগেও ভারত-চীন সীমান্ত সংঘর্ষে প্রাণ হারায় প্রায় ২০ ভারতীয় সেনা, প্রাণ হারায় চীনা সেনাও। এরইমধ্যে অনুঘটকের কাজ করে চীনের উহান শহরের ল্যাব থেকে ছড়িয়ে পড়া গোটা বিশ্বের ত্রাস, করোনা ভাইরাস। তবে, সীমান্তের সম্পর্ক যাই হোক না কেন, ভারত – চীন বাণিজ্য চলছে কার্যত জোরকদমে। ‘বয়কট চীন’ -এর হিরিককে বুড়ো আঙুল দেখিয়ে বেড়েছে রপ্তানি।
আমেরিকার পরে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় এই চিনেই। যা কি না গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ২৭.২৫%। ২০১৭-১৮ অর্থ বর্ষের তুলনায় চীন থেকে আমদানি কমলেও, ভারত রপ্তানি বাড়াতে যে বেশ সক্ষম হয়েছে, তা বলাই যায়। কাজেই বাণিজ্যিক সম্পর্কের হিসেবে, চীন যে ভারতের ‘শত্রু রাষ্ট্র’ নয়, তা পরিষ্কার করে দিচ্ছে ভারত-চীন বানিজ্যই।
ব্যুরো রিপোর্ট