Jobs

রাজ্যে কন্সটেবল পদে বিপুল প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি। পুলিশের খাকী উর্দি গায়ে চাপানোর স্বপ্ন নিয়ে বাঁচেন কত মানুষ। আপনিও কি দেখেন সেসব স্বপ্ন? কোমর বেঁধে তৈরি হন, ‘দিল্লি বেশি দূর নয় সাহেব’। সুবর্ণ সুযোগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
যদিও পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরি ও তার সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেনই, তবু আপনাদের সামনে রইল চাকরি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
২০২০ সালের মহিলা ও পুরুষ কন্সটেবল পদে প্রচুর প্রার্থী নিয়োগ ও তার লিখিত পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ শে সেপ্টেম্বর লিখিত পরীক্ষার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ৬ই সেপ্টেম্বর থেকেই আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত একটি এসএমএস পাবেন প্রার্থীরা। তবে কোন কারণে কেউ সেই এসএমএস না পেলে বোর্ড তার দায় কোনোভাবেই নেবে না বলে জানান হয়েছে।
এছাড়াও পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যেতে হলে কি ধরনের জুতো পড়ে যাবেন সেই সংক্রান্ত একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই অ্যাডমিট কার্ড সঙ্গে নেওয়া বাধ্যতামূলক। এছাড়াও বাকি তথ্য জানতে চোখ রাখুন রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের www.wbpolice.gov.in লিঙ্কে।
ব্যুরো রিপোর্ট