Trending

দুই সরকারের কুস্তি রাজনীতির ময়দানে থাকলেও এবার চাষের মাঠে দুই সরকার একজোট হয়ে নামলো কৃষকদের স্বার্থে। দুই সরকার এবার একসাথে হাতে হাত মিলিয়ে পাশে এসে দাঁড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে।
কৃষিকাজে আরও গতি আনতে ও কৃষকদের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী কৃষি যোজনা ও বাংলা কৃষি যোজনায় বিন্দু সেচ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এই পদ্ধতিতে কৃষিকাজে উন্নয়নের স্বার্থে কৃষকদের বিভিন্ন ধরনের কৃষি কাজের সরঞ্জাম দেওয়া হয়। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক সহ কৃষি দফতরের উদ্যোগে ইটাহার শ্রীপুর এলাকায় কৃষি দফতর প্রাঙ্গণ মাঠের অঞ্চলের ৫০জন কৃষককে বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম দেওয়া হয়। পাশাপাশি বিন্দুসেচ পদ্ধতিতে চাষ আবাদ নিয়ে চাষীদের বিভিন্ন ধরনের পরামর্শ দেন ব্লক সহ কৃষি দফতরের আধিকারিক সহ জেলা কৃষি দফতরের আধিকারিকরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, জেলা কৃষি আধিকারিক ডঃ বিপ্লব ঘোষ, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার দিপবেন্দু রায়, জয়েন্ট ডিরেক্টর এগ্রিকালচার শঙ্কর চন্দ দাস ও অনুপম থোকদার, ইটাহার ব্লক সহ কৃষি আধিকারিক ডঃ ডেনিশ রাই সহ কৃষি আধিকারিক স্বরুপ মজুমদার, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ মহম্মদ ইসরাইল সহ অন্যান্য কৃষি আধিকারিকগণ।
কৃষি ক্ষেত্রে উন্নতিসাধনে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।
অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর বিজনেস প্রাইম নিউজ