Daily

ইমিউনিটি বুস্ট আপ করুন ভ্যাকসিনের বুস্টার ডোজ দিয়ে। শীঘ্রই ভারতে আসতে চলেছে কোভিশিল্ড-এর তৃতীয় ডোজ।
এদিন সেরাম ইনস্টিটিউটের কর্তা পুনেওয়ালা জানান, ভারতে শীঘ্রই চালু হবে তৃতীয় ডোজের টিকাকরণ। প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার পর ৬ মাসের ব্যবধানে এই তৃতীয় ডোজ নিতে হবে। দুটি ভ্যাকসিন নেয়ার পর ধীরে ধীরে শরীরে অ্যান্টিবডি কমতে থাকে। সেই ঘাটতি পূরণের জন্যই প্রয়োজন তৃতীয় ডোজের। পুনেওয়ালা জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের জন্য সময়ের ব্যবধানে ২ মাস রাখলে ভালো, তবে ৩ মাস হলেও কোনো ক্ষতি নেই। তবে দ্বিতীয় ডোজের ৬ মাস ব্যবধানে এই বুস্টার ডোজ নিলে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে।
তবে ১৩০ কোটির দেশে যেখানে প্রথম ডোজের টিকাকরণই সম্পূর্ণ হয়নি, সেখানে তৃতীয় ডোজের টিকা আনলে সেই টিকা দেয়া কতটা সম্ভব হবে? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। তবে কঠিন হলেও অসম্ভব নয়। ধীরে ধীরে তৃতীয় ডোজ ভ্যাকসিনেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট-এর প্রায় আট হাজার কর্মীকে তৃতীয় ডোজের টিকাকরণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন, সেরাম কর্তা।
ব্যুরো রিপোর্ট