Market

২৪ ঘন্টায় লক্ষাধিক বুকিং পেয়ে নজির গড়ল ওলা ইভি স্কুটার। গাড়ি বাজারে আত্মপ্রকাশ করার আগেই বড় অংশের গ্রাহকদের মধ্যে এই স্কুটার যে আলাদা উন্মাদনা তৈরি করেছে তার ছবিটা ধরা পড়ল বুকিংয়ের বহর দেখে। জানা গিয়েছে, মাত্র ২৪ ঘন্টার মধ্যে ওলা ইলেকট্রিক স্কুটারের বুকিং ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ। যা নিঃসন্দেহে ভারতের গাড়ি বাজারে একটা ইতিহাস তৈরি করল বলেই মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।
সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ওলা স্কুটার বুক করতে গেলে প্রাথমিক পর্যায়ে ক্রেতাকে দিতে হবে মাত্র ৪৯৯ টাকা। ভাবিশ আগরওয়াল এও জানিয়েছেন, ক্রেতাদের কাছ থেকে এতটা সাড়া পেয়ে তিনি যথেষ্ট উত্তেজিত। পাশাপাশি বলেছেন যে, ক্রেতাদের চাহিদা থেকে স্পষ্ট যে তাঁরাও এখন ইভি গাড়ির দিকেই ঝুঁকছেন। সেইদিক থেকে দেখতে গেলে সংস্থার এটি একটি বড়সড় পদক্ষেপ।
যদিও এখনো পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটারের কোন ব্র্যান্ড নেম যুক্ত করা হয়নি। তবে এই স্কুটারের তিনটি ভ্যারিয়েন্টের জন্য সিরিজের তিনটি নাম প্রাথমিক পর্যায়ে রাখা হয়েছে। যা হচ্ছে- এস, এস ওয়ান এবং এস ওয়ান প্রো। এর মধ্যে এস হচ্ছে একেবারে প্রাথমিক ভ্যারিয়েন্ট। তুলনামূলক ভাবে এস ওয়ান এবং এস ওয়ান প্রো আরও উন্নত।
যদিও এই স্কুটার গুলি সম্পর্কে এখনও তেমন কোন সবিস্তারে জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে একবার চার্জ দিলে এই স্কুটার ছুটতে পারবে ১৫০ কিমি। যা অনেকটাই ক্রেতাদের জন্য স্বস্তি এনে দেবে। কিন্তু কবে আসবে এই স্কুটার? জানা গিয়েছে, হয়তো আর খুব বেশিদিনের অপেক্ষা নয়। চলতি মাসের শেষেই আত্মপ্রকাশ করবে ওলা ইলেকট্রিক স্কুটার।
ব্যুরো রিপোর্ট