Market
১ জুলাই থেকে সারা দেশে দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের। একধাক্কায় ২৫ টাকা দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এখন ৮০০ ঘরে সিলিন্ডার। কিন্তু আপনি যদি এই সিলিন্ডারটিই ৩০০ টাকা ছাড়ে পেয়ে যান? অবাক হচ্ছেন? তাহলে জেনে রাখুন পেটিএম আপনাকে দিচ্ছে সেই সুযোগ।
প্রথমে পেটিএম অ্যাপ্লিকেশনের ‘বুক গ্যাস সিলিন্ডার’ অপশনে ক্লিক করুন।
আপনার নিজের গ্যাস সরবরাহকারির নাম সিলেক্ট করে নিন। তারপর নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর দিন।
সিলিন্ডারের দাম পেটিএমের মাধ্যমে দিয়ে দিন। তাহলেই দেখবেন আপনার বাড়িতে গ্যাস এজেন্সি মারফৎ পৌঁছে যাবে রান্নার সিলিন্ডার। ডেলিভারির পরে ক্যাশব্যাক মারফৎ ছাড়ের টাকা পেয়ে যাবেন আপনি।
তবে খেয়াল রাখবেন, এই ক্যাশব্যাকের সুবিধে পাওয়া যাবে HP, Indane এবং Bharat Gas এর জন্য। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিলিন্ডার কোথায় রয়েছে, আর কবেই বা মিলবে ডেলিভারি- জানতে পারবেন সবই। এমনকি আপনি আপনার সিলিন্ডারের দাম ডেলিভারি করার পরেও পেটিএম থেকে করতে পারবেন। আর সেই সব সুবিধে মিলবে যদি আপনি পেটিএমের নতুন ইউজার হন। সেক্ষেত্রে এই সিলিন্ডার আপনি পেয়ে যাবেন ৩০০ টাকা ছাড়ে। এমনকি এর সঙ্গে পেটিএম আপনাকে দেবে আরও তিনটি সিলিন্ডার কম দামে বুক করার সুযোগ।
ব্যুরো রিপোর্ট