Daily

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আহত সিআইডি বোম ডিজপোজাল বাহিনীর দুই কর্মী। বোম ফেলে রাখার কারণে এমনি এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারওপর বোমাঘাত যেন হাওয়ার গতিতে উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে দেয়। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের খেয়াদহে।
জানা গিয়েছে, বিশেষ ধরণের পোশাক ছাড়াই বোমা নিষ্ক্রিয় করতে গেছিলেন সিআইডির বোম ডিজপোজাল বাহিনীর ঐ দুই সদস্য। আর সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা বোম ফেলে রেখে গেছিল, এখনও জানা যায় নি। এদিকে গাফিলতির অভিযোগ উঠেছে বাহিনীর বিরুদ্ধে। বর্তমানে তাঁদের বাইপাসের ধারে একটি একটি হাসপাতালে ভর্তি করান হয়েছে।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা