Jobs

অতিমারিতে কর্মসংকটে ভুগছে দেশ। কিন্তু এর মধ্যেই স্বস্তির খবর নিয়ে এলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অষ্টম শ্রেণি পাশ করলেই চাকরির সুখবর দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (মহারাষ্ট্র)। আসুন জেনে নেওয়া যাক, চুক্তিভিত্তিক এই চাকরির যাবতীয় খুঁটিনাটি।
অফিস অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা:
এই পদের জন্য আবেদন করতে গেলে আবেদনকারীকে স্নাতক উত্তীর্ণ হতেই হবে। সঙ্গে থাকতে হবে কম্পিউটার এবং অ্যাকাউন্টসের ন্যূনতম জ্ঞান।
বেতন:
এই পদে নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসিক ১৫ হাজার টাকা।
বয়স:
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
ওয়াচম্যান-মালি:
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ করলেই হবে।
বেতন:
এই পদে নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসিক ৫০০০ টাকা।
বয়স:
১৮-৬৫ বছরের মধ্যে যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারেন।
নিয়োগ পদ্ধতি:
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হবার জন্য আবেদনকারীকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দেওয়া আবশ্যক। যদিও ওয়াচম্যান পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ দিলেই হবে।
আবেদনের পদ্ধতি:
আবেদন করার জন্য আবেদনকারীকে তাঁর বায়োডাটা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় শংসাপত্রের প্রতিলিপি পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটি হল: Bank of India, Zonal Office, Near Arogya Mandir, Ratnagiri-Kolhapur Highway, Shivaji Nagar, Ratnagiri
আবেদন জানানোর শেষ তারিখ ৩০ জুন, ২০২১
বিস্তারিত জানতে নজর রাখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে
https://bankofindia.co.in
ব্যুরো রিপোর্ট