Daily

একদিকে যখন অক্সিজেনের সংকট প্রবল হয়ে উঠেছে তখন অন্যদিকে অক্সিজেনের প্রয়োজন মেটাতে অভিনব উদ্যোগ নিল চেতলা অগ্রণী ক্লাব। উদ্বোধন করা হল অক্সিজেন কনসেনট্রেটরের।
কলকাতার দুর্গা পুজোতে চেতলা অগ্রণী ক্লাব প্রতি বছরই থাকে সামনের সারিতে। শহরে মানুষ তো বটেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে জড়ো হন এই ক্লাবের পুজো দেখার জন্য। বরাবরই স্বতন্ত্র ছাপ রেখে দেবার ব্যপারে আত্মবিশ্বাসী থাকতে দেখা যায় চেতলা অগ্রণী ক্লাবকে। এবারেও তারা স্বতন্ত্রতা বজায় রাখল।
ক্লাবের উদ্যোগে ১২ মে ফিরহাদ হাকিম উদ্বোধন করলেন অক্সিজেন কনসেনট্রেটরের। এই মুহূর্তে অক্সিজেনের যে আকাল চলছে তা কিছুটা মেটানো যাবে বলে মনে করছেন কলকাতা পুরসভার চেয়ারম্যান এবং পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, পুজোর বাজেটে কাটছাঁট করে এই মেশিন অন্তত আর ২০টি বাড়িতে পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা রেখেছে ক্লাব। মন্ত্রী অন্যান্য পুজো কমিটির কাছে অনুরোধ করেছেন, এই ধরণের উদ্যোগ নেবার জন্য।
মানস চৌধুরি, কলকাতা