Market
বড় খবর ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য। ব্যাঙ্কের তরফ থেকে সম্প্রতি জারি করে দেওয়া হল নতুন আইএফএসসি কোড। যা গ্রাহকেরা পেয়ে যাবেন বাড়িতে বসেই। ১ জুলাই ২০২১ থেকে ব্যাঙ্কের পুরনো আইএফএসসি কোড কাজ করবে না। আসুন দেখে নেওয়া যাক কিভাবে জানতে পারবেন ব্যাঙ্ক অফ বরোদার নতুন আইএফএসসি কোড।
গ্রাহকেরা সশরীরে ব্যাঙ্কে উপস্থিত হয়ে নতুন আইএফএসসি কোড জানতে পারবেন।
ব্যাঙ্কের তরফ থেকে পাঠানো চিঠি বা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন এই নতুন কোড।
নিজে এসএমএস করেও গ্রাহক পেতে পারেন নতুন আইএফএসসি কোড।
অথবা ফোন করুন টোল ফ্রি নাম্বার- 18002584455/18001024455
এসএমএস করতে হলে গ্রাহককে তাঁর রেজিস্টার্ড মোবাইল থেকে MIGR <Space> অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি ডিজিট লিখে পাঠাতে হবে 8422009988 নম্বরে। তাছাড়াও যে লিঙ্কে ক্লিক করে আপনি নতুন কোড সম্পর্কে জানতে পারবেন, সেটি হলঃ
https://www.bankofbaroda.in/amalgamation-migration.htm
২০১৯ সালে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে সংযুক্তিকরণ হয় দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্কের। যে কারণেই বদল এসেছে আইএফএসসি কোডে। খেয়াল রাখবেন, ৩০ জুনের পর থেকে এই দুটি ব্যাঙ্ক গ্রাহকদের আইএফএসসি কোড কাজ করবে না।
ব্যুরো রিপোর্ট