Trending
দীর্ঘদিন ধরে বব বিশ্বাসের প্রচার দর্শকমনে একটা ভালো রকম আলোড়ন তৈরি করেছিল। শ্বাশ্বত চট্টোপাধ্যায় নাকি অভিষেক বচ্চন- কে বেশি দাগ কাটবে এই চরিত্রে? সেই প্রশ্নও কিন্তু আলোড়ন ফেলেছিলো দর্শকদের মধ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর ছবি মুক্তি পেল তো বটে তবে দর্শকদের প্রত্যাশা কি আদৌ পূরণ হল?
২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত ছবি ‘কহানি’-র এক ছোট চরিত্র বব বিশ্বাস। যে বিমা সংস্থায় চাকরি করার সঙ্গে সঙ্গে চুক্তিবদ্ধ হত্যাকারীও। ঠান্ডা মাথায় একের পর এক হত্যা করা তার কাছে প্রায় জলভাত। শ্বাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত সেই চরিত্রটি দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পায়। আর তাই সম্ভবত দর্শকদের চাহিদা মেটাতে বব বিশ্বাসকে ফিরে আসতে হল পূর্ণদৈর্ঘ্যের ছবিতে মুখ্য চরিত্র হয়ে। তবে এই ছবিতে বব বিশ্বাস তাঁর ‘সুপারি কিলার’ ভাবরূপ নিয়ে উপস্থিত হলেও খানিক ফারাক রয়েছে।
দু’ঘন্টারও বেশি সময় খরচ করে দর্শকরা এই ছবি থেকে কি পেলেন এখন সেটাই হল প্রশ্ন। শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন চরিত্রের ভিড়ে কোথাও যেন হারিয়ে গেল ‘বব বিশ্বাস’ এর সঠিক চরিত্রায়ন। বব বিশ্বাস’-এর নামভূমিকায় অভিনয় করতে এসে অভিষেক বচ্চনের উপর অবশ্যই এক গুরুদায়িত্ব ছিল। তিনি সেই চেষ্টায় কোনও ত্রুটিই রাখেননি। কিন্তু অতি দুর্বল চিত্রনাট্য বাদ সেধেছে তার চরিত্রয়নের দক্ষতাকে ফুটিয়ে তুলতে। অপরদিকে মেরির ভূমিকায় চিত্রাঙ্গদা সিংহের অবস্থাও তথৈবচ। কালীদার ভূমিকায় পরান বন্দ্যোপাধ্যায় বা এক অহেতুক খলনায়কের ভূমিকায় রজতাভ দত্তেরও কিছু করার ছিল না। করার কিছু ছিল না এক ছোট চরিত্রে দিতিপ্রিয়া রায়েরও।শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনীটি ট্র্যাজেডি, না কমেডি সেটাও স্পষ্ট নয়। কাহিনীতে বব বিশ্বাস এক পেশাদার খুনির নাম।
আর এবারে বব বিশ্বাস নিজেই একটি কাহিনি।
তাহলে কি হবে? পরিষ্কার ভাষায় বলতে গেলে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেও ছবির শুরু থেকে শেষ দুর্বল চিত্রনাট্যর জন্য কারওরই করার কিছু ছিল না। মাসের পর মাস প্রচারে ‘বব বিশ্বাস’ মুক্তির আগেই বিখ্যাত হয়ে গেছিলো। তবে শ্বাশ্বত অভিনীত ‘বব’ এক বীভৎস খুনি। যাকে দেখলে গোটা শরীরে হিমস্রোত বয়ে যায়। আর অভিষেকের ‘বব’ এক বিভ্রান্ত খুনি যে নিজেই জানে না সে কী করছে।
আর এটাই হয়তো ট্র্যাজেডি। আর শুরু থেকে শেষ নিজের সেরাটা দিয়েও যিনি আশানুরূপ ফল পেলেননা তিনি অভিষেক বচ্চন। যার আপ্রাণ চেষ্টা, অভিনয় দক্ষতাও শেষমেষ মন ছুঁতে পারলোনা দর্শকদের। এক কথায় বলতে গেলে বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারলোনা দর্শকদের প্রিয় “বব”।
ব্যুরো রিপোর্ট