Market

ভারতের বাজারে স্কুটার লঞ্চ করছে বিএমডব্লিউ। তবে কোন স্কুটার লঞ্চ করা হবে সেই নিয়ে এখনও চলছে জল্পনা। তবে জানা গিয়েছে, বিশ্ব বিখ্যাত এই জার্মান সংস্থা ইতিমধ্যেই বিশ্ব বাজারে নতুন দুটি ম্যাক্সি স্কুটার নিয়ে এসেছে। তাদেরই একটি লঞ্চ করা হবে দেশের বাজারে।
সম্প্রতি বিশ্ব বাজারে বিএমডব্লিউ সংস্থার দুটো স্কুটি লঞ্চ করে। তার মধ্যে একটি হল বিএমডব্লিউ সি ৪০০ এক্স এবং বিএমডব্লিউ সি ৪০০ জিটি। মনে করা হচ্ছে, এই দুটি মডেলের মধ্যে ৪০০ জিটি মডেল লঞ্চ করতে পারে দেশিয় বাজারে। জানা গিয়েছে এই দুটি স্কুটারেই রয়েছে ৩৫০ সিসি প্ল্যাটফর্ম। এই স্কুটারের জিটি মডেল ‘০ গ্যাস’ সিস্টেমকে নিয়ে আসে। স্কুটারের ইঞ্জিন এবং এগজস্ট সিস্টেমও করা হয়েছে আপগ্রেড। এছাড়াও যুক্ত করা হয়েছে নতুন ক্যাটালিটিক কনভার্টার, মডিফায়েড সিলিন্ডার হেড এবং অক্সিজেন সেন্সর।
স্কুটারটিতে রাখা হয়েছে রিভাইজড অটোমেটিক স্টেবিলিটি কন্ট্রোল। জানা গিয়েছে, সুরক্ষা বজায় রাখতেই এই আপডেট করা হয়েছে। আনা হয়েছে নতুন ফিচারটিকে। মনে করা হচ্ছে, এই স্কুটারের দাম রাখা হতে পারে ৬ লক্ষ টাকার কাছাকাছি। সম্প্রতি বিএমডব্লিউ সংস্থার পক্ষ থেকে একটি টিজারও প্রকাশ করা হয়েছে।
ব্যুরো রিপোর্ট