Daily

এমন অনেক মানুষ আছেন যারা এই কৃত্রিম আলোর যুগেও এখনো আকাশ দেখতে ভুলে যান নি। যারা এখনও রোমাঞ্চ খোঁজেন জোছনায়,পূর্ণিমায়? আসলে চাঁদ নিয়ে মানুষ ভীষণ আবেগপ্রবণ। তাই চাঁদ নিয়ে মানুষের উৎসাহ, আকর্ষণ এর শেষ নেই। এই চাঁদের হাসির সব বাঁধ বোধহয় এই আগস্ট মাসেই ভাঙতে চলেছে। এই আগস্টেই চাঁদকে ঘিরে যত হইচই। Chandrayan-3 এর চাঁদে নামার কথা এই আগস্টেই, এই আগস্টেই দেখা মিলেছে Super moon এর আবার এই মাসেই আরও এক বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে মানুষ-দেখা যাবে Blue moon.
বিজ্ঞানীদের কাছে চাঁদ ধুলোয় ঢাকা বিশেষত্বহীন একটি পাথরের টুকরো হলেও বহু মানুষ এই চাঁদ কে নিয়ে অনেক গল্প তৈরি করেছে। সেইসব গল্প অনুযায়ী প্রতি মাসে পূর্ণিমার চাঁদের আলাদা আলাদা নাম আছে – যেমন জানুয়ারি মাসের পূর্ণিমার চাঁদের নাম উলফ,ফেব্রুয়ারিতে নাম স্নো, মার্চে ওয়ার্ম, এপ্রিলে পিঙ্ক,মে তে ফ্লাওয়ার, জুন এ স্ত্রবেরি, জুলাই তে বাক, আগস্টে স্টারজন, সেপ্টেম্বরে ফুল কর্ণ, অক্টোবর এ হানটার্স, নভেম্বর এ বিভার এবং ডিসেম্বর এ কোল্ড। কিন্তু ১৩ নম্বর পূর্ণিমার চাঁদ নিয়েই সমস্যা। এই ১৩ নম্বর পূর্ণিমার চাঁদের কোন নাম নেই।
আসলে একটি চন্দ্রমাসের সময় হল ২৯ দিন ১২ ঘণ্টা ৪৪ মিনিট এবং এক বছরের সময়সীমা হল ৩৬৫ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট। সেই হিসেব অনুসারে এক বছরে ১২ টি চন্দ্রমাস হবার পরেও ৯ ঘণ্টা বেঁচে থাকে। এই ৯ ঘণ্টা জমতে জমতে প্রায় আড়াই বছর বা ৩০ মাস পর এমন এক সময় আসে যখন বছরে ১৩ টি পূর্ণিমা হয়। এই একই মাসে ২য় পূর্ণিমার চাঁদের কোন নাম নেই। এই চাঁদকেই বিজ্ঞানীরা Blue Moon বলেন। ২০২৩ সালের ৩১ শে আগস্ট আকাশে এই চাঁদ দেখতে পাওয়া যাবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ