Daily

পাঁচ বছরের কম বয়সীদের জন্য বাধ্যতামূলক করা হলো ব্লু আধার কার্ড, জানালো UIDAI। পাঁচ বছরের বেশি বয়েস হয়ে গেলে আপডেট করতে হবে বাইমেট্রিক তথ্যও। আপনার শিশুর ব্লু কার্ড পেতে আজই যোগাযোগ করুন নিকটস্থ এনরোলমেন্ট সেন্টারে। ভারতবর্ষের প্রত্যেক শিশু যাতে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য এই ব্লু আধার কার্ডের প্রয়োজন রয়েছে।
কিভাবে আবেদন করবেন? ব্লু আধার কার্ডে আবেদনের জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। মোবাইল নম্বরের সাথে আধার কার্ড লিংক করানো থাকলে এই পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে
অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে → এরপর শিশুর বাবার মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিতে হবে → ব্যক্তিগত তথ্য জমা দেয়ার পর ঠিকানা সংক্রান্ত তথ্য জমা করতে হবে → এরপর এপয়েন্টমেন্ট তারিখ নির্বাচন করতে হবে। এর জন্যে নিকটস্থ কোনো এনরোলমেন্ট সেন্টারকে বেছে নিতে পারবেন শিশুর অভিভাবক।
এপয়েন্টমেন্ট তারিখ অনুযায়ী এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে আপনাকে। সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ, শিশুর বয়সের প্রমান ও বার্থ সার্টিফিকেটে এবং মা-বাবার আধার কার্ড। মা-বাবার আধার কার্ডের সঙ্গে শিশুর আধার কার্ড লিংক করানো থাকবে। ভেরিফিকেশনের পর আপনার রেজিস্টার্ড নম্বরে একটি একনলেজমেন্ট নম্বর আসবে, যার মাদ্ধমে আপনি এই ব্লু আধার কার্ডের স্ট্যাটাস সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার মোবাইল নম্বর একটি এসএমএস আসবে। এই এসএমএস পাওয়ার ৬০ দিনের মধ্যে আপনার শিশুর ব্লু আধার কার্ড ইস্যু করা হবে।
ব্যুরো রিপোর্ট