Trending
আত্মপ্রকাশ করল আইফোনের নতুন সিরিজ আইফোন ১৪। কিন্তু এবার আর তা কেনার জন্য ঘন্টার পর ঘন্টা দোকানে লাইন দিতে হবে না। জ্যোমাটোর ইনস্ট্যান্ট ডেলিভারি পরিষেবা ব্লিংকিটের মাধ্যমে এবার বাড়ির দোরগোড়ায় পেয়ে যাবেন আইফোন ১৪। কয়েক মিনিটের মধ্যে বাড়িতে ডেলিভারি করা হবে আইফোন ১৪ এমনই দাবি সংস্থার।
খাবার ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি জ্যোমাটোর ইনস্ট্যান্ট ডেলিভারির আওতায় এবার এসে পড়েছে ফোনও । আপাতত ডেলিভারি দিল্লি, মুম্বাই ও গুরগ্রামে আইফোন ডেলিভারির সুভিধা মিলবে বলে জানিয়েছে ব্লিঙ্কইট। অ্যাপেলের আইফোন ও তার অ্যাকসেসরিজ ডেলিভারি করা হবে মূলত ইউনিকর্ন এপিআরের সঙ্গে চুক্তিতে।
বর্তমানে ভারতবর্ষে অনলাইনে ইলেকট্রনিক পণ্য ডেলিভারি করে অ্যামাজন এবং ফ্লিপকার্ট। কিন্তু সূত্রের খবর , এই আইফোন ডেলিভারির হাতকে ধরে এবার ইলেকট্রনিক পণ্য ডেলিভারির জগতে আসতে চলেছে ব্লিঙ্কইট।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ