Daily

দীর্ঘ ২০ মাসের ঘনঘটা কাটিয়ে অবশেষে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। আদৌ খুলবে কি? সে যাই হোক খুলুক না খুলুক, তবে এখন থেকে টিচার কিংবা পড়ুয়াদের অভিভাবক প্রত্যেকেই ভরসা রাখছেন ব্লেন্ডেড লার্নিং- এর উপরেই।
উৎসবের আমেজ কাটিয়ে স্বমহিমায় করোনা সংক্রমন। দিন দিন তার উত্থান হচ্ছে। প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে সটান ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। আর তাই, স্কুল খোলার কথা ঘোষণা হলেও শিশুদের সংক্রমণের ব্যাপারে উদ্বেগ তাদের বারবার ভাবাচ্ছে। তবে অনলাইনেও তো সেভাবে বাচ্চারা মনোযোগী হতে পারছে না। তবে এখন করণীয় কি? উপায় বাতলে দিতে বেশি সময় লাগলো না। বিভিন্ন বেসরকারি স্কুল গুলো এখন এই ব্লেন্ডেড লার্নিং- এই ভরসা রাখছে।
কি এই ব্লেন্ডেড লার্নিং? ব্লেন্ডেড লার্নিং হলো এমন একটা পরিস্থিতি যেখানে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই পড়াশুনো করতে পারবে পড়ুয়ারা। যারা অফলাইনে স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে তারা স্বশরীরে ক্লাস করবে। অন্যদিকে যারা করোনার কারণে ভীত, তারা ওই একই সময় বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারবে। শিক্ষক অফলাইন এবং অনলাইন উভয় জায়গাতেই একই লেকচার দেবেন।
কলকাতার বহু বেসরকারি স্কুল হাজার হাজার টাকা খরচ করে ব্লেন্ডেড লার্নিং ক্লাসরুম তৈরি করেছে। ক্লাসরুমে বসেছে প্রজেক্টর, ল্যাপটপ। পুজোর ছুটির মধ্যে মধ্যে কাজ বেশ খানিকটা এগিয়েছে। এখন এই ব্লেন্ডেড লার্নিং যে আগামী দিনের ভরসা হতে চলেছে তা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট